স্বাভাবিক প্রসব ব্যথা কখন শুরু হয়, কীভাবে বুঝবেন?

ডা. দীনা লায়লা হোসেন
2021-11-11 21:31:24
স্বাভাবিক প্রসব ব্যথা কখন শুরু হয়, কীভাবে বুঝবেন?

ব্যথা সাধারণত কোমর থেকে শুরু হয়, তলপেটে গিয়ে শেষ হয়।

প্রসবের তারিখ বলা হয় সেটা সাধারণত ৪০ সপ্তাহ হিসাব করে। এক্ষেত্রে ৩৭ সপ্তাহের পর থেকে আমরা ব্যথাগুলো ভাগ করে নিতে পারি। প্রসবের ব্যথা ওঠে কিন্তু ৩৮ সপ্তাহ পর থেকে।

এই সময় প্রসবের ব্যথা ওঠার একটা সম্ভাবনা থাকে। যে ব্যথা উঠবে, সেই ব্যথাটা উঠবে আস্তে আস্তে। ব্যথার পরিমাণটা বাড়তেই থাকবে, তবে ব্যথা অনেক ক্ষণ থাকবে না। কিছুক্ষণ থাকবে কিছুক্ষণ থাকবে না। এক্ষেত্রে ব্যথা কম থাকার সময়টা আস্তে আস্তে কমবে। ব্যথা থাকার সময়টা আস্তে আস্তে বাড়বে।

ব্যথা সাধারণত কোমর থেকে শুরু হয়, তলপেটে গিয়ে শেষ হয়। এই ব্যথাটার সঙ্গে অনেক সময়ে রক্তপানি বা রক্তস্রাব যায়। পানি ভেঙে যায়।

যদি ছোটখাটো ব্যথা হয়, সেটা কোনো চিন্তার বিষয় নয়। গর্ভধারনের শেষের দিকে যদি পায়খানা ঠিকমতো না হয়, প্রস্রাব ঠিকমতো ক্লিয়ার না হয়, এক্ষেত্রেও ব্যথা হতে পারে।

এরপরও যদি আপনার ব্যথা থাকে কিংবা পেটটা আস্তে আস্তে দেখেন যে শক্ত হয়ে যাচ্ছে, সে ক্ষেত্রে একজন চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।


আরও দেখুন: