কাছে গিয়ে শিশুদের টিভি দেখা কি রোগের লক্ষণ?

ডা. তারেক রেজা আলী
2021-10-18 21:44:29
কাছে গিয়ে শিশুদের টিভি দেখা কি রোগের লক্ষণ?

চক্ষু পরীক্ষা করার পর যদি মনে হয় তাদের চশমা নিতে হবে, তখন বাচ্চাদের চোখের পাওয়ার অনুযায়ী চশমা দিতে হবে।

যদি কোনো বাচ্চা টেলিভিশনের কাছে গিয়ে টেলিভিশন দেখে, তাহলে বুঝে নিতে হবে- বাচ্চাটি অবশ্যই চোখে দূর থেকে ভালো দেখছে না। অর্থাৎ তার চোখে কোনো সমস্যা আছে। ধরা যাক, বাচ্চাটির বয়স তিন বছর। এক্ষেত্রে বাচ্চাটিকে কিছুদিনের জন্য পর্যবেক্ষণ করতে হবে।

বাচ্চাটিকে কিছুদিনের জন্য অভ্যাস করিয়ে নিতে হবে দূর থেকে টিভি দেখার জন্য। কিন্তু তারপরও অভিভাবকরা চাইলে বাচ্চার চার বছরের পূর্বেই চোখের পরীক্ষা করাতে পারবেন।

এ ক্ষেত্রে ডাক্তাররা বুঝে নেন যে, বাচ্চাটির চোখে মাইওপিয়া সমস্যা রয়েছে এবং বাচ্চাটিকে মাইনাস পাওয়ারের চশমা পরতে হবে।

চোখে যাদের মাইওপিয়া সমস্যা রয়েছে, তারা যেকোনো জিনিস কাছে থেকে দেখতে পান কিন্তু তারা দূরে দেখতে পান না। তাই বাচ্চার স্কুলে যাওয়ার আগেই অর্থাৎ বাচ্চার চার বছরের আগেই তার চক্ষু পরীক্ষা করে নিতে হবে।

চক্ষু পরীক্ষা করার পর যদি মনে হয় তাদের চশমা নিতে হবে, তখন বাচ্চাদের চোখের পাওয়ার অনুযায়ী চশমা দিতে হবে।

ডা. তারিক রেজা আলী

চক্ষু বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক

বঙ্গবন্ধু শেখ মুজিব চিকিৎসা বিশ্ববিদ্যালয়


আরও দেখুন: