যেসব কারণে চোখ দিয়ে পানি পড়তে পারে

ডা. তানিয়া রহমান ছড়া
2021-10-14 21:21:52
যেসব কারণে চোখ দিয়ে পানি পড়তে পারে

চোখ দিয়ে পানি পড়লে ডাক্তারের কাছে গিয়ে কারণ নির্ণয় করতে হবে এবং সে অনুযায়ী চিকিৎসা নিতে হবে।

চোখ দিয়ে পানি পড়া আমাদের দেশে একটি সাধারণ সমস্যা। এটা আসলে বিভিন্ন কারণে হতে পারে। একটি কারণ হলো- আমাদের চোখে স্বাভাবিকভাবেই ন্যাচারাল পানি আসে। কিন্তু কোনো কারণে যদি চোখ ড্রাই হয়ে যায়, তখন চোখে পানি বেশি আসে।

আরেকটি কারণ হলো- যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের এ কারণে চোখে পানি চলে আসে। আলোর দিকে তাকাতে পারে না।

এছাড়া আমাদের চোখ থেকে নাকের ভেতরের দিকে একটা পাইপ থাকে, এটাকে আমরা নেত্রনালী বলি। অনেক সময় যদি এটি ব্লক হয়ে যায়, এখানে চোখ সেটা ধারণ করতে পারে না আর তখন চোখ দিয়ে পানি বের হয়ে আসে।

অনেক সময় চোখের পাতার নিচে ময়লা আটকে থাকে, সেটা স্বাভাবিকভাবে দেখা যায় না। তখন সেটা আমরা চোখের পাতা উল্টিয়ে মেশিন বসিয়ে দেখি যে, একটা ছোট ময়লা আটকে আছে। এতে ইরিটেশনের ফলে চোখ দিয়ে পানি বের হয়ে আসে।

এজন্য চোখ দিয়ে পানি পড়লে ডাক্তারের কাছে গিয়ে কারণ নির্ণয় করতে হবে এবং সে অনুযায়ী চিকিৎসা নিতে হবে।

ডা. তানিয়া রাহমান ছড়া

জুনিয়র কনসালট্যান্ট ও সহকারী অধ্যাপক

গ্লকোমা বিভাগ

ইস্পাহানী ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল


আরও দেখুন: