এন্ডোমেট্রিওসিসের ব্যথা কেন অন্য রকম

সহযোগী অধ্যাপক ডা. শাহী ফারজানা তাসমীন
2021-10-13 14:18:22
এন্ডোমেট্রিওসিসের ব্যথা কেন অন্য রকম

জরায়ুর অভ্যন্তরীণ স্তরের নাম এন্ডোমেট্রিয়াম

জরায়ুর অভ্যন্তরীণ স্তরের নাম এন্ডোমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়াম কোষ বা কলা জরায়ুর বাইরে বাসা বাধলে তাকে এন্ডোমেট্রিওসিস বলে।

ডিম্বাশয়, পেটের ভেতরের আবরণী পেরিটোনিয়াম, বিভিন্ন লিগামেন্ট, অন্ত্র, সেপটাম, স্কার টিস্যু বা কাটা সেলাইয়ের ওপর জমতে পারে এ কোষ। জরায়ুর বাইরে অবস্থান থাকলেও মাসিক চক্রের সময় এগুলোর মধ্যেও নৈমিত্তিক পরিবর্তন ঘটে। মাসিকের সময় এর মধ্যে রক্তপাত এমনকি তীব্র ব্যথা হয়।

এন্ডোমেট্রিওসিসে মাসিক, সহবাসে ব্যথা ও তলপেটে ব্যথা করে। অন্যান্য ব্যথার সাথে এন্ডোমেট্রিওসিসের পার্থক্য হলো— পিরিয়ড শুরুর আগে থেকে ব্যথা শুরু হয় এবং ধীরে ধীরে বাড়তে থাকে। পিরিয়ড শুরু হলে ব্যথা তীব্র হবে এবং শেষ হওয়ার মুহূর্তে সবচেয়ে ব্যথা করে। দুটি পিরিয়ডের মাঝে কখনই ব্যথা অনুভূত হবে না।


আরও দেখুন: