শিশুর প্রস্রাবে বেশি দুর্গন্ধ হলে ঝুঁকি ও করণীয়
এক্ষেত্রে ইউরিন ইনফেকশন আছে কিনা সেটা দেখতে হবে। তলপেটে ব্যথা থাকলে আল্ট্রাসনোগ্রাম করতে হবে।
এক্ষেত্রে এটা কিন্তু একটা এলার্মিং পয়েন্ট। বাচ্চার প্রস্রাবে দুর্গন্ধ থাকলে, সে ক্ষেত্রে কেন এমনটা হচ্ছে তা নিশ্চিত না করে ঘরে বসে থাকা যাবে না। যেহেতু বাচ্চার প্রস্রাবে দুর্গন্ধ, তাহলে বুঝতে হবে তার প্রস্রাবে কোনো সমস্যা আছে।
এখানে আমরা প্রাথমিকভাবে বুঝতে পারছি বাচ্চার প্রস্রাবে ইনফেকশন আছে। এক্ষেত্রে বাচ্চার মূত্রথলির যেকোনো জায়গায় ইনফেকশন থাকতে পারে। যদি কথা বলতে পারে, তাহলে, তাকে জিজ্ঞেস করুন- প্রস্রাবের সময় জ্বালাপোড়া বা ব্যথা হয় কিনা অথবা তার তলপেট ব্যথা করে কি না।
এ ধরনের উপসর্গগুলো যদি থাকে, তাহলে এটা ইউরিন (প্রস্রাব) ইনফেকশন ধারণা করা হয়। এক্ষেত্রে একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিন অথবা আপনার বাসার আশপাশে যদি সরকারি হাসপাতাল বা যেকোনো হাসপাতালের শিশু বিভাগের শিশু বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন।
এক্ষেত্রে ইউরিন ইনফেকশন আছে কিনা সেটা দেখতে হবে। তলপেটে ব্যথা থাকলে আল্ট্রাসনোগ্রাম করতে হবে।