চিকিৎসাজনিত ভুলে ফুলে যায় মাড়ি, করণীয়

দেলাওয়ার হোসাইন দোলন
2021-10-03 14:58:08
চিকিৎসাজনিত ভুলে ফুলে যায় মাড়ি, করণীয়

দাঁত ও মুখের সমস্যা থেকে সুস্থ থাকতে চাইলে বছরে অন্তত দুবার চিকিৎসকের পরামর্শ নিবে হবে

কমবেশি সবাই মাড়ি ফুলে যাওয়ার সমস্যার মুখোমুখি হন। হঠাৎ করে মাড়ি ফুলে গেলে অস্বস্তি লাগে, কখনো কখনো যন্ত্রণা হয়। মূলত দাঁতের কেন্দ্রস্থলে কোনো কারণে সংক্রমিত টিস্যু জমা হলে মাড়ি ফুলে যেতে পারে।

আর টিস্যু সংক্রমিত হয় ক্যাভিটি, আঘাত, ভুলভাবে ব্রাশ কিংবা আগে চিকিৎসাজনিত কোনো ত্রুটি থাকলে। তরুণ কিংবা বয়স্ক সব বয়সীদের মধ্যেই রোগটি দেখা যায়।

আবার দাঁতের অভ্যন্তরীণে রক্তপ্রবাহ, স্নায়ু এবং যোগকলা উপস্থিত থাকে, সেখানে কোনো কারণে ব্যাকটেরিয়ার সংক্রমণ হলেও মাড়ি ফুলে যাওয়ার সমস্যা দেখা দেয়। ব্যাকটেরিয়া দাঁতের ছিদ্র দিয়ে ঢুকে তার কেন্দ্রস্থল বা পাল্পকে সংক্রমিত করে। এতে করে ফুলে যাওয়ার পাশাপাশি পুঁজ দেখা দেয়।

মাড়ি ফুলে যাওয়া নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এমএস (অর্থোডন্টিক্স বিভাগ) ডা. ফারিয়া তাবাসসুম তন্বী ডক্টর টিভিকে বলেন, ‘দাঁতের মাড়ি ফুলে যাওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে। তবে কোনো কারণে যদি দাঁতের গোড়ায় সংক্রমণ দেখা দেয়, এর ফলে দাঁতের ক্ষয় ছাড়াও মাড়ি পর্যন্ত ফুলে যেতে পারে।’

মাড়ি ফুলে যাওয়া প্রতিরোধে নিয়মিত মুখ ও দাঁতের পরীক্ষার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘গোড়া ফুলে যাওয়ার কারণে অনেক সময় দাঁত ফেলেও দিতে হতে পারে। তবে আমরা যদি দেখি, দাঁতটা নড়ছে না, সেক্ষেত্রে রুট ক্যানেল করে দাঁতটা রেখে দেই।’

তিনি আরও বলেন, ‘আমরা দাঁত নিয়মিত পরীক্ষা না করালে, এটি দাঁতে না ছড়িয়ে অনেক সময় মাড়ি দিয়েও সংক্রমণ ভেতরে যেতে পারে।’

দাঁত ও মুখের সমস্যা থেকে সুস্থ থাকতে চাইলে বছরে অন্তত দুবার চিকিৎসকের পরামর্শ নিবে হবে। এটি করা সম্ভব হলে দাঁতের প্রায় সব রোগ প্রাথমিকভাবে শনাক্ত করা যায় বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।


আরও দেখুন: