গ্যাস্ট্রিক নাকি হার্টের ব্যথা কীভাবে বুঝবেন?

ডা. মো. মাসুদুর রহমান খান
2021-10-02 13:18:34
গ্যাস্ট্রিক নাকি হার্টের ব্যথা কীভাবে বুঝবেন?

সাধারণ মানুষের ক্ষেত্রে এটি নির্ণয় করতে না পারাটা স্বাভাবিক।

বুকে ব্যথা করলে সেটি গ্যাস্ট্রিকের নাকি হার্টের ব্যথা তা বুঝতে দ্বিধায় পড়েন রোগীরা। সাধারণ মানুষের ক্ষেত্রে সেটি নির্ণয় করতে না পারাটা স্বাভাবিক।

এক্ষেত্রে আসলে দেখতে হবে রোগীর বুক জ্বালাপোড়া করার সঙ্গে আর কোসো সমস্যা আছে কি না। যেমন- তার ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, কোলেস্টেরলের সমস্যা আছে কিনা এগুলো দেখতে হবে। অতঃপর দেখতে হবে রোগীর খাদ্যাভ্যাস সঠিক আছে কিনা।

এছাড়াও দেখতে হবে রোগীর অতিরিক্ত পরিশ্রম করার ফলে এবং সিঁড়ি দিয়ে ওঠানামা করার ফলে যদি বুকে ব্যথা হয়, তাহলে বুঝতে হবে তার হার্টের সমস্যা রয়েছে।

আর যদি গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার ফলে কোনো সমস্যা না হয় এবং বুক জ্বালাপোড়া সমস্যার সমাধান হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে এটা শুধুমাত্র গ্যাস্ট্রিকের সমস্যা।

হার্টের যেসকল সমস্যার কথাগুলো বলেছি- যেমন ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, কোলেস্টেরল ইত্যাদি রিস্ক ফ্যাক্টর যদি গ্যাস্টিকের রোগীর মধ্যে থাকে, তাহলে তার ডাক্তারের শরণাপন্ন হতে হবে।


আরও দেখুন: