মুড সুইংয়ের সঙ্গে কি হরমোনের সম্পর্ক আছে?
প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে মুড সুইংয়ের জন্য প্রয়োজনীয় ওষুধগুলো নেওয়া যেতে পারে।
মুড সুইংয়ের সঙ্গে হরমোনের সম্পর্ক আছে। বেশিরভাগ ক্ষেত্রে বয়ঃসন্ধিকালে মুড সুইং হয়। এটা ন্যাচারাল। আরেকটা হচ্ছে মেয়েদের মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে হয়, এটাও ন্যাচারাল। কারণ কোনো মেয়েরই আমৃত্যু মাসিক চলে না এবং বয়ঃসন্ধিকাল আসবেই এটাই স্বাভাবিক।
এছাড়াও কিছু কিছু হরমোনের রোগে যেমন- হাইপোথাইরয়েডে ডিপ্রেশন হতে পারে। যে কোন হরমোনের রোগ হলেই, একটা ডিপ্রেশন আসে, যেমন- আমার একটা রোগ হয়ে গেল। এতে একটা ডিপ্রেশন কাজ করে।
বয়ঃসন্ধিকালে মুড সুইং এটা খুবই নরমাল ব্যাপার। এক্ষেত্রে পরিবারের সদস্যদের এ বিষয়টা হ্যান্ডেল করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, মেয়েদের যখন মাসিক বন্ধ হয়ে যায় তখন অবশ্যই পরিবারের সাপোর্ট খুব গুরুত্বপূর্ণ বিষয়। স্বামীর সাপোর্টও খুব গুরুত্বপূর্ণ।
আমাদের কাছে রোগী এসে বলেন, আমি আগে এরকম ছিলাম না, আমি এত তাড়াতাড়ি রেগে যেতাম না। এক্ষেত্রে আমি বলবো- এ সময় পরিবারের সদস্যদের সাপোর্ট, সন্তানদের সাপোর্ট খুবই গুরুত্বপূর্ণ।
প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে মুড সুইংয়ের জন্য প্রয়োজনীয় ওষুধগুলো নেওয়া যেতে পারে।