যেভাবে বুঝবেন স্বাভাবিক ওজনে বাড়ছে আপনার নবজাতক

ডা. নাঈমা সুলতানা
2021-09-10 18:46:00
যেভাবে বুঝবেন স্বাভাবিক ওজনে বাড়ছে আপনার নবজাতক

জন্মের পর নবজাতকের স্বাভাবিক ওজন হচ্ছে আড়াই থেকে ৪ কেজি।

নবজাতক শিশুর ওজন ও স্বাস্থ্য নিয়ে মা-বাবার দুশ্চিন্তার শেষ নেই। সবার বাচ্চা ‘নাদুস-নুদুস’, কেবল আমারটাই ‘হ্যাংলা’- এই অভিযোগ প্রায় সব মায়ের। কিন্তু ‘নাদুস-নুদুস’ মানেই সুস্থ নয় বা ‘হালকা-পাতলা’ মানেই শিশুর ভগ্নস্বাস্থ্য, সেটাও নয়।

সাধারণত একটা শিশু জন্মের দিন থেকে ২৮তম দিন পর্যন্ত, তাকে নবজাতক বলা হয়। জন্মের পর নবজাতকের স্বাভাবিক ওজন হচ্ছে আড়াই থেকে ৪ কেজি। যদি কোন নবজাতকের ওজন এর থেকে কম বা বেশি হয় তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে স্বাভাবিক ওজন বলবো না।

একটা বাচ্চার জন্মের পর পর তার কিছু ওজন লস করবে। বাচ্চার জন্মের ১০ থেকে ১৪তম দিনে সে তার জন্ম ওজনে ফিরে আসবে। মানে হচ্ছে প্রথম দশ দিনে তার ওজন কিছুটা কমে গিয়ে আবার তার জন্ম ওজনে ফিরে আসবে। অর্থাৎ তার ওজন যদি ২৭০০ গ্রাম থাকে তাহলে ওজনটা কিছুটা কমে গিয়ে দেখা গেলো সপ্তম দিনে তার ওজন ২৫০০ গ্রাম হয়েছে। সেই ওজনটা দেখা গেল ১০ থেকে ১৪তম দিনে তার বার্থ ওয়েট রিগেইন করেছে।

অনেক সময়ে অভিভাবকরা দুশ্চিন্তার কারণে পঞ্চম দিনে এসে আমাদের কাছে বলেন বাচ্চা শুকিয়ে যাচ্ছে। বাচ্চা হয়তো পর্যাপ্ত পরিমাণে মায়ের দুধ পাচ্ছে না। তখন তাকে ইনফেন্ট ফর্মুলা দিয়ে দিচ্ছে।

সাধারণত একজন নবজাতক শিশুর প্রতিদিন গড়ে ২০ থেকে ৪০ গ্রাম ওজন বাড়বে।

অর্থাৎ প্রতি সপ্তাহে যদি তার ১৪০ গ্রাম ওজন বৃদ্ধি পায় এবং তার প্রস্রাব ঠিকমতো হয়, বাচ্চা পর্যাপ্ত পরিমাণে দুধ পাচ্ছে, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা কোনো প্রকার অসুস্থতা নয়। একটা অসুস্থ বাচ্চার কখনোই পর্যাপ্ত ওজন বাড়ে না।


আরও দেখুন: