কীভাবে বুঝবেন ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত কিনা

অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক
2021-06-09 09:48:57
কীভাবে বুঝবেন ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত কিনা

বাংলাদেশে এখন পর্যন্ত ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত তিন রোগী শনাক্ত হয়েছেন, যাদের একজন মারা গেছেন বলে প্রাথমিকভাবে বলা হচ্ছে।

ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী ঘোষণা করেছে প্রতিবেশী দেশ ভারত। বাংলাদেশে এখন পর্যন্ত ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত তিন রোগী শনাক্ত হয়েছেন, যাদের একজন মারা গেছেন বলে প্রাথমিকভাবে বলা হচ্ছে।

ডক্টর টিভিকে দেওয়া সাক্ষাৎকারে প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ ও রিউমাটোলজিস্ট অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক ব্ল্যাক ফাঙ্গাস রোগের কিছু উপসর্গের কথা জানিয়েছেন।

তিনি বলেন, ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত কিনা আমরা তখন সন্দেহ করবো, যখন দেখবো রোগী কভিডে আক্রান্ত হওয়ার পর শরীরে জ্বরের মেয়াদ পার হয়ে গেছে, কিন্তু সেই জ্বর ভালো হচ্ছে না। দেখা যাচ্ছে রোগীকে নানান ধরনের অ্যান্টিবায়োটিক দেওয়া সত্ত্বেও ভালো হচ্ছে না।

তিনি বলেন, দেখতে হবে রোগী চোখটা নাড়াচাড়া করছে কিনা। সাইনাসের জায়গাগুলোতে চাপ দিয়ে দেখতে হবে ব্যথা পাচ্ছে কিনা। জিহ্বার তালুতে কোনো প্রকার রঙের পরিবর্তন হয়েছে কিনা দেখতে হবে।

আতিকুল হক বলেন, ‌নাক বন্ধ রয়েছে কিনা জানতে হবে। রোগীদের নাক দিয়ে যদি রস টাইপের কিছু বের হয়- এক্ষেত্রে একটু গাঢ় হতে পারে, কালচে রঙের হতে পারে। নাক দিয়ে রক্ত যাওয়া, চোখ ফুলে উঠতে পারে।

রোগীর আচরণের যদি কোনো প্রকার অসঙ্গতি থাকে, সে বিষয়ে খেয়াল রাখতে হবে বলেও জানান তিনি।

এই বিশেষজ্ঞ বলেন, এছাড়াও রোগীর কাশি হচ্ছে দেখলে এবং ফুসফুসের এক্স-রের মধ্যে অস্বাভাবিক কিছু পাওয়া গেলে, তাহলে ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত কিনা সন্দেহ করতে হবে।


আরও দেখুন: