চোখের অপারেশনে ক্ষতি নেই রোজার
চোখ মানুষের শরীরের অতি গুরুত্বপূর্ণ অঙ্গ। কিন্তু নানা ধরণের চোখের সমস্যার কারণে জীবনে নেমে আসে অন্ধকার। চোখ ভালো করতে হলে নিয়মিত চিকিৎসা নিতে হয়। তবে রমজান মাসে চোখের চিকিৎসা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন অনেকে। কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন রমজানে চোখের ড্রপ ব্যবহার ও অপারেশনসহ বিভিন্ন চিকিৎসায় রোজা ভঙ্গ হয় না।
ইস্পাহানী ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালের গ্লকোমা বিভাগের প্রধান গ্লকোমা বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডা. মো. জাফরুল হাসান ডক্টর টিভিকে বলেন, রোজা ভাঙ্গার প্রধান কারণগুলো হলো পাকস্থলীতে খাবার জাতীয় কিছু যাওয়া বা পাকস্থলী থেকে বমি আসা। চোখে ড্রপ আমরা সাধারণত অল্প পরিমাণে দিয়ে থাকি, সেক্ষেত্রে রোজা ভাঙ্গে না।
ইস্পাহানী ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালের গ্লকোমা বিভাগের জুনিয়র কনসালট্যান্ট ও সহকারী অধ্যাপক ডা. তানিয়া রাহমান ছড়া ডক্টর টিভিকে বলেন, রোজা রেখে মোটামুটি সব ধরনের অপারেশন করা যায়। এতে রোজার কোনো ক্ষতি হয়না। যেমন রোজা রেখে চোখের ছানি অপারেশন, গ্লুকোমা অপারেশন করা যায়। তবে যেসব অপারেশনে রক্তক্ষরণ হয় যেমন স্টার্নাল অপারেশন সেটা করতে হলে রোজা রাখা যাবেনা। এছাড়া বাকি সব অপারেশন রোজায় করা যায়।
রমজানে চোখের যত্ন সম্পর্কে ডা. জাফরুল হাসানের পরামর্শ, গ্লুকোমা, রেটিনোপ্যাথি রোগের ক্ষেত্রে সঠিক সময়ে চিকিৎসা নিতে হয় ফলোআপে থেকে। কারণ এসব রোগীদের সবসময় ওষুধ নিতে হয়। তাই রমজানে এই করোনার লকডাউনে যেহেতু ফলোআপ ঠিকমতো হচ্ছে না, তাই আপনাকে আগে ডাক্তার যেভাবে চিকিৎসা ও ওষুধ দিয়েছেন, আপনি সে অনুযায়ী নিয়মমত ওষুধ নিন পরবর্তী ফলোআপে না যাওয়া পর্যন্ত। আর চোখে ওষুধ দেয়াতে রোজা ভাঙ্গে না। আর যদি হঠাৎ করে চোখ লাল হয়ে যায়, তখন জরুরি ডাক্তারের সাথে টেলিফোনে যোগাযোগ করুন।