বিএমডিসি পুনর্গঠন, দায়িত্ব পেলেন যারা
ছবি: সংগৃহীত
বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের পুর্নগঠন করা হয়েছে । বিভিন্ন মেডিকেল কলেজে ও বিশ্ববিদ্যালয়ের প্রধানগণকে বিএমডিসির (বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল ) সদস্য করা হয়েছে।
মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা-২ শাখার উপসচিব মাহবুবা বিলকিস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ (২০১০ সনের ৬১ নং আইন) এর ধারা ৪ অনুযায়ী নিম্নবর্ণিত সদস্যবৃন্দের সমন্বয়ে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল পুনর্গঠন করা হল।’
পদাধিকার বলে সদস্য যারা
সংস্থাটির বর্ণিত আইনের ৪ (১) ধারার (খ) হইতে (ট) দফার অধীনে পদাধিকার বলে নিম্নবর্ণিত প্রতিষ্ঠান প্রধানগণ বিএমডিসির সদস্য বিবেচিত হবেন। তারা হলেন—
১. মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, মহাখালী, ঢাকা,
২. ভাইস-চ্যান্সেলর, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শাহবাগ, ঢাকা,
৩. মহাপরিচালক, ঔষধ প্রশাসন অধিদপ্তর, তেজগাঁও, ঢাকা,
৪. মহাপরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, কারওয়ান বাজার, ঢাকা,
৫. মহাপরিচালক, সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর, ঢাকা সেনানিবাস, ঢাকা,
৬. মহাপরিচালক, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, মহাখালী, ঢাকা,
৭. পরিচালক, চিকিৎসা শিক্ষা, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, মহাখালী, ঢাকা,
৮. পরিচালক, ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ এন্ড সোশ্যাল মেডিসিন,
৯. সভাপতি, বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ান্স এন্ড সার্জন্স
১০. ডীন (চিকিৎসা অনুষদ), ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা,
১১. ডীন (চিকিৎসা অনুষদ), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম,
১২. ডীন (চিকিৎসা অনুষদ), রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী,
১৩. ডীন (চিকিৎসা অনুষদ), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট,
সরকার কর্তৃক মনোনীত সদস্য
বিএমডিসির ৪(১) ধারার (ঠ) দফা এর অধীনে সরকার কর্তৃক মনোনীত সদস্য হলেন—
ঢাকা বিভাগ
১৪. অধ্যাপক ডা. সাজেদ আব্দুল খালেক, অধ্যক্ষ, ইবনে সিনা মেডিকেল কলেজ, ঢাকা,
১৫. অধ্যাপক ডা. মাহমুদ হোসেন, মুন্নু মেডিকেল কলেজ, মানিকগঞ্জ
চট্টগ্রাম বিভাগ
১৬. অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস, সাবেক অধ্যাপক, চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম,
১৭. ডা. খুরশীদ জামিল চৌধুরী, সাবেক সিভিল সার্জন, চট্টগ্রাম
রাজশাহী বিভাগ
১৮. অধ্যাপক ডা. আব্দুল খালেক, ইসলামী মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী,
১৯. অধ্যাপক ডা. রইসউদ্দিন মন্ডল, সাবেক অধ্যাপক, রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী,
বরিশাল বিভাগ
২০. অধ্যাপক ডা.আজিজ রহিম, সাবেক অধ্যাপক, শের-ই-বাংলা মেডিকেল কলেজ, বরিশাল
২১. বীর মুক্তিযোদ্ধা আলতাফ উদ্দিন আহমেদ, প্রাক্তন তত্ত্বাবধায়ক, ইসলামী ব্যাংক হাসপাতাল, বরিশাল
সিলেট বিভাগ
২২. অধ্যাপক ফজিলাতুন্নেসা মালিক, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, ঢাকা,
২৩. অধ্যাপক ডা. ইসমাইল পাটোয়ারী, সাবেক অধ্যক্ষ, সিলেট উইমেনস্ মেডিকেল কলেজ, সিলেট