নিজেদের লোক না হলেই ‘ফ্যাসিবাদের দোসর’ তকমা
নতুন পরিচালকসহ কয়েকজনের নিয়োগ ঘিরে কিছুদিন ধরেই স্বাস্থ্য অধিদফতরে চলছে উত্তেজনা। স্বৈরশাসকের দোসর আখ্যা দিয়ে তাদের যোগদানে বাধা হয়ে দাঁড়ায় ডক্টরস অ্যাসোসিয়শন অব বাংলাদেশ। তবে নিয়োগপ্রাপ্তরা ‘ফ্যাসিবাদি নয়’ দাবি করে স্বাভাবিক কার্যক্রম চায় ন্যাশনাল ডক্টরস ফোরাম-এনডিএফসহ বৈষম্যবিরোধী চিকিৎসকদের একাংশ।
এরই পরিপ্রেক্ষিতে সোমবার সকাল ৮টায় রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের সামনে শান্তিপূর্ণ অবস্থান নেন এনডিএফ সদস্যরা। বেলা বাড়তেই দেশীয় অস্ত্রশস্ত্রসহ লাঠিসোঁটা নিয়ে জাতীয়তাবাদী স্লোগান নিয়ে তাদের ওপর হামলা চালান বিএনপিপন্থীরা। এতে আহত হন বেশ কয়েকজন চিকিৎসক।
আহত ডা. ইমরান বলেন, স্বাস্থ্য অধিদফতরের সামনে সকাল ৮টা থেকে আমরা শান্তিপূর্ণ অবস্থান নেই। বেলা ১১টার দিকে হঠাৎ বহিরাগতদের নিয়ে আমাদের ওপর হামলা চালান ড্যাবের বিএনপিপন্থী চিকিৎসকরা। তাদের সঙ্গে ছাত্রদল-যুবদলসহ চিহ্নিত কিছু সন্ত্রাসীও ছিলেন। হামলায় আমরা গুরুতর আহত হই।
চিকিৎসকদের একাংশের অভিযোগ, স্বাস্থ্য অধিদফতরে একক আধিপত্য চায় ড্যাব। এজন্য পুরো স্বাস্থ্যখাতে নিজেদের সমর্থক ছাড়া অন্য কারও নিয়োগ মানতে পারছে না সংগঠনটি। অন্তর্বর্তী সরকার মহাপরিচালকসহ বিভিন্ন পদে নিয়োগ দিলেও বাধ সাধছেন বিএনপিপন্থীরা। বর্তমানে ড্যাব নিয়ে কিছু বললেই ‘ফ্যাসিবাদের দোসর’ তকমা লেগে যায় নির্দলীয় চিকিৎসক-কর্মকর্তাদের গায়ে। হতে হয় হামলা কিংবা লাঞ্ছনার শিকারও।
এদিকে, সব অভিযোগ মিথ্যা বলে জানিয়েছেন ড্যাব নেতারা। তারা বলেন, আওয়ামী লীগ সরকারের সময় মদদপুষ্ট চিকিৎসকদেরই পরিচালকসহ বিভিন্ন দায়িত্বে বসানো হয়েছে। অথচ আমাদের কোনো চিকিৎসকই এসব জায়গায় ঠাঁই পান না। তাই স্বৈরাচারের দোসর হিসেবে পরিচিত কাউকে স্বাস্থ্যখাতে সুযোগ দেয়া যাবে না।