ফের কর্মবিরতিতে নার্সরা,অন্যসব ক্যাডারদের প্রত্যাহার দাবি

অনলাইন ডেস্ক
2024-10-08 16:07:00
ফের কর্মবিরতিতে নার্সরা,অন্যসব ক্যাডারদের প্রত্যাহার দাবি

 

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে অন্যান্য সব ক্যাডার সার্ভিসের কর্মকর্তাদের প্রত্যাহার এবং অভিজ্ঞ নার্সদের পদায়নের একদফা দাবিতে আবারও কর্মবিরতি শুরু করেছেন নার্সরা।

 

সোমবার (৭ অক্টোবর) নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের আহ্বায়ক ড. মো. শরিফুল ইসলাম ও সদস্য সচিব ড. মো. নুরুল আনোয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

ঘোষণা অনুযায়ী, দুই দিনের এই কর্মবিরতির কর্মসূচি মঙ্গলবার সকাল ৯টা থেকে শুরু করে দুপুর ১টা পর্যন্ত পালন করবেন নার্সরা। এ ছাড়া আগামীকাল বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাঁচ ঘণ্টা কর্মবিরতি পালন করবেন তারা।


কর্মবিরতি চলাকালীন হাসপাতালে জরুরি ও মুমূর্ষু রোগীদের সেবায় নার্স ও মিডওয়াইফ জরুরি স্কোয়াডে নিয়োজিত থাকবে। জরুরি বিভাগ, ইমার্জেন্সি ওটি, ডায়ালাইসিস, আইসিইউ, সিসিইউ, পিআইসিইউ, এইচডিইউ ইউনিটগুলো কর্মবিরতির আওতামুক্ত থাকবে।


আরও দেখুন: