ছাত্র -জনতার আন্দোলনে আহত চক্ষু রোগীদের ফ্রি চিকিৎসার ব্যবস্থা

ডক্টর টিভি রিপোর্ট
2024-10-04 17:25:00
ছাত্র -জনতার আন্দোলনে আহত চক্ষু রোগীদের ফ্রি চিকিৎসার ব্যবস্থা

ছবি: সংগ্রহীত

 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত চক্ষু রোগীদের জন্য জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ফ্রি চিকিৎসার ব্যবস্থা্ গ্রহন করা হয়েছে। আগামীকাল শনিবার ৫ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত  এই সেবা দেওয়া হবে। এতে,  দেশী, বিদেশী দেশী চক্ষুবিশেষজ্ঞগন চিকিৎসা দিবেন।  
 

আজ শুক্রবার (৪   অক্টোবর ) স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির   ডা: মনিরুজ্জামান  বিষয়টি জানান । 


প্রেস বিজ্ঞপ্তিতে জানান ,যাদের  বিশেষায়িত চিকিৎসা প্রয়োজন, আন্দোলনে আহত সে সকল চক্ষু রোগীদের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এ যোগাযোগের জন্য অনুরোধ করা যাচ্ছে।


যোগাযোগ  করার  জন্য নাম্বার ,    01717545839, 01998546888, 0171748 7807্র
 

উল্লেখ্য, ছাত্র -জনতার আন্দোলনে অন্তত ৫৫০ জন এক চোখ, কিংবা দুই চোখই হারিয়েছেন ।
 


 


আরও দেখুন: