বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দিলো স্বাস্থ্য বিভাগ

ডক্টর ডেস্ক
2024-08-24 16:19:00
বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দিলো স্বাস্থ্য বিভাগ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

চট্টগ্রাম ও সিলেট বিভাগসহ বন্যা কবলিত দেশের বিভিন্ন জেলা। বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এক দিনের বেতন জমা দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা।

 

শনিবার (২৪ আগস্ট) দুপুরে মন্ত্রণালয়ের সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

 

এতে বলা হয়, দেশের চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ সকল এলাকার বন্যাপিড়ীত মানুষদেরকে সহযোগিতার জন্য স্বাস্থ্য সেবা বিভাগ ও এর অধীনস্থ সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীর এক দিনের মূল বেতন ‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল’ এ প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ বিষয়ে অনতিবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।


আরও দেখুন: