অপরাধীদের নতুন চেহারা তৈরি করছে ফিলিপিন্সের গোপন হাসপাতালগুলো
Doctor TV
2024-07-14 16:44:00
-
ফিলিপিন্স কর্তৃপক্ষ বলছে দেশটিতে পলাতক কিংবা কেলেঙ্কারিতে জড়িত প্রতিষ্ঠানগুলোর কর্মীদের গ্রেফতার এড়াতে প্লাস্টিক সার্জারি করে চেহারা বদলে দেয়ার প্রস্তাব দিচ্ছে গোপনে পরিচালিত দেশটির কিছু হাসপাতাল। সূত্র: বিবিসি বাংলা।
মে মাসে ম্যানিলার দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে একটি হাসপাতালে পুলিশ তল্লাশি চালানোর পর প্রেসিডেন্সিয়াল অ্যান্টি অর্গানাইজড ক্রাইম কমিশন (পিএওসিসি)র মুখপাত্র উইনস্টন জন ক্যাসিও বলেন, এ ধরনের দুটি অবৈধ হাসপাতাল আসন্ন সপ্তাহগুলোতে বন্ধ হয়ে যেতে পারে।
দুই মাস আগে পাসে শহরের একটি হাসপাতালে অভিযান চালিয়ে চুল ও দাঁত প্রতিস্থাপন এবং গায়ের চামড়া উজ্জ্বল করার উপকরণ উদ্ধার করে পুলিশ। এর মাধ্যমে সম্পূর্ণ একজন নূতন মানুষ তৈরি করতো হাসপাতালগুলো।
কর্তৃপক্ষ বলছে এখন যে দুটি অবৈধ হাসপাতাল নজরদারিতে আছে সেগুলো পাসে শহরের হাসপাতালটির চেয়ে অন্তত চার গুণ বড় বলে মনে করা হচ্ছে।
মি.ক্যাসিও বলছেন, পাসে শহরের তল্লাশির সময় এ কাজে জড়িত তিনজন চিকিৎসককে আটক করা হয়েছে। তাদের কারোরই ফিলিপিন্সে কাজের লাইসেন্স নেই। আটক ৩ জনের মধ্যে দুজন ভিয়েতনামের আর একজন চীনের।
কর্তৃপক্ষ সেখানে হেমোডায়ালাইসিস যন্ত্র পেয়েছে। প্রায় চারশো বর্গমিটার এলাকাজুড়ে তৈরি হওয়া ওই হাসপাতাল প্লাস্টিক সার্জারির পাশাপাশি বিভিন্ন চিকিৎসা সুবিধা অফার করে থাকে।
কর্তৃপক্ষ এখন সাদা পোশাকে পাসে শহরের এ ধরনের অবৈধ হাসপাতালগুলোর দিকে নজর রাখছে।
২০২২ সালের ডিসেম্বরে ইমিগ্রেশন কর্মকর্তারা একজন সন্দেহভাজন চীনা মাফিয়া সদস্যকে আটক করেন যিনি প্লাস্টিক সার্জারি করিয়েছিলেন বলে অভিযোগ আছে, যাতে তাকে কেউ যেন কেউ চিনতে না পারে। এ ধরনের ঘটনার সাথে আন্ডারগ্রাউন্ড হাসপাতালগুলোর যোগসূত্র থাকতে পারে বলে মনে করছেন মি. ক্যাসিও।