পরিবার পরিকল্পনা বিভাগের ৭৬ কর্মকর্তার পদোন্নতি

ডক্টর টিভি রিপোর্ট
2021-01-02 00:07:00
পরিবার পরিকল্পনা বিভাগের ৭৬ কর্মকর্তার পদোন্নতি

ফাইল ফটো

বিসিএস পরিবার পরিকল্পনা ক্যাডারে নিয়োগপ্রাপ্ত ৭৬ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। তাদেরকে সহকারী পরিচালক করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে গত বুধবার (৩০ডিসেম্বর) স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

পদোন্নতিপ্রাপ্তরা বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমাল-১৯৮১ অনুযায়ী জাতীয় বেতন স্কেল-২০১৫ এর ৬ষ্ঠ গ্রেডে বেতন ও অন্যান্য সুবিধাদি পাবেন। যা প্রজ্ঞাপন জারির তারিখ থেকে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুয়ায়ী, পদোন্নতিপ্রাপ্তদের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব বরাবর (per2@mefwd.gov.bd) ই-মেইলে তাদের চাকরির যোগদানপত্র পাঠানোর আদেশ দেয়া হয়। আর পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাদের বর্তমান কর্মস্থলে স্ব স্ব পদে বহাল থাকবেন।

জনস্বার্থে জারিকৃত এ প্রজ্ঞাপন যথাযথ কর্তৃপক্ষের আদেশ অনুযায়ী শিগগিরই কার্যকর হবে।


আরও দেখুন: