গোপালগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ হলেন অধ্যাপক গোলাম মোস্তফা
গোপালগঞ্জের শেখ শায়েরা খাতুন মেডিকেল কলেজে। ছবি- সংগৃহীত।
গোপালগঞ্জের শেখ শায়েরা খাতুন মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা মেডিকেল কলেজের পেডিয়েট্রিক বিভাগের অধ্যাপক ডা. খান গোলাম মোস্তফা।
সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ কথা জানা যায়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের বর্ণিত কর্মকর্তাদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পার্শ্বে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো।
শেখ শায়েরা খাতুন মেডিকেল কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করা অধ্যাপক ডা. লিয়াকত হোসেনকে খুলনা মেডিকেল কলেজের কার্ডিওলজি অধ্যাপক (চলমান দায়িত্ব) হিসেবে বদলি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে ও জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।