সরকারি মেডিকেলে ভর্তি শুরু ১৮ ফেব্রুয়ারি

ডক্টর টিভি রিপোর্ট
2024-02-11 21:45:49
সরকারি মেডিকেলে ভর্তি শুরু ১৮ ফেব্রুয়ারি

সরকারি মেডিকেলে ভর্তি শুরু ১৮ ফেব্রুয়ারি

সরকারি মেডিকেল কলেজগুলোতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া শুরু হবে আগামী ১৮ ফেব্রুয়ারি। চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। রোববার (১১ ফেব্রুয়ারি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশকালে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের পুরাতন কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।

ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশকালে আরও বলা হয়, বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির অনলাইন আবেদন গ্রহণের বিজ্ঞপ্তি আগামী ১৪ ফেব্রুয়ারি প্রকাশ হবে।

এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৪৯ হাজার ৯২৩ জন শিক্ষার্থী। পাসের হার ৪৭ দশমিক ৮৩ শতাংশ। ভর্তি পরীক্ষায় ছেলেদের পাসের হার ৪০.৯৮% (২০ হাজার ৪৫৭ জন) এবং মেয়েদের পাসের হার ৫৯.০২%( ২৯ হাজার ৪৬৬ জন)।

এছাড়া মেডিকেলে সুযোগপ্রাপ্তদের মধ্যেও মেয়েরা এগিয়ে। সরকারি মেডিকেল কলেজে সুযোগপ্রাপ্ত মেয়েদের সংখ্যা ৩ হাজার ৬৮ জন (৫৬.৫৪ শতাংশ)। আর ছেলের সংখ্যা ২ হাজার ৩১২ জন (৪৩. ২৬ শতাংশ)।

প্রকাশিত ফলে জাতীয় মেধায় প্রথম স্থান অধিকার করেছেন হলিক্রস কলেজের ছাত্রী তানজিম মুনতাকা সর্বা। তার মোট প্রাপ্ত নম্বর ৯২.৫।

জাতীয় মেধায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন তাজওয়ার হাসনাত ত্বোহা নামে এক শিক্ষার্থী। তিনি রাজধানীর নটরডেম কলেজের শিক্ষার্থী।
আর তৃতীয় স্থান অর্জন করেছেন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী আহমদ আব্দুল্লাহ জামি।


আরও দেখুন: