বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি চলবে ২৬ জুলাই পর্যন্ত

ডক্টর টিভি রিপোর্ট
2023-07-20 18:10:27
বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি চলবে ২৬ জুলাই পর্যন্ত

দেশের বেসরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথমবর্ষে ভর্তির সময়সীমা আগামী ২৬ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে

দেশের বেসরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথমবর্ষে ভর্তির সময় আগামী ২৬ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। 

বৃহস্পতিবার (২০ জুলাই) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আদেশ দেয়া হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি মেডিকেল কলেজসমূহে এমবিবিএস কোর্সে স্বয়ংক্রিয় অভিপ্রায়ণ (মাইগ্রেশন) এবং অপেক্ষমাণ তালিকা থেকে দেশি শিক্ষার্থী ভর্তির সময়সীমা আগামী ২৬ জুলাই ২০২৩ তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত বর্ধিত করা হলো।

এরআগে, গত ১২ জুলাই স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজসমূহে ২০২২-২৩ শিক্ষাবর্ষ এমবিবিএস কোর্সের শিক্ষার্থীদের ক্লাস আগামী ২৩ জুলাই থেকে শুরু হবে।

বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির সময়সীমা বর্ধিতকরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি


আরও দেখুন: