বিএসসি নার্সিং ভর্তির মৌখিক পরীক্ষা ১৪ জুন
বিএসসি নার্সিং ভর্তির মৌখিক পরীক্ষা ১৪ জুন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের অধীনে বিএসসি ইন নার্সিং বিভাগে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রাথমিকভাবে উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৪ জুন।
রোববার (১১ জুন) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীদেরকে প্রকশিত বিজ্ঞপ্তি মোতাবেক শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও অন্যান্য সকল সনদপত্রের সত্যায়িত কপিসহ নির্ধারিত দিনে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এরআগে, শনিবার (১০ জুন) দুপুরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। একইদিন রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট ডাব্লিউডাব্লিউডাব্লিউ.বিএসএমএমইউ.ইডিইউ.বিডি (www.bsmmu.edu.bd) তে ফল প্রকাশ করা হয়।
প্রকাশিত ফলাফলে, বিএসসি নার্সিং এ ভর্তির জন্য প্রাথমিকভাবে ১৩১ জন শিক্ষার্থী নির্বাচিত হন। এরমধ্যে সাধারণ মেধা কোটায় ১০৭ জন মেয়ে ও ১২ জন ছেলে শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা কোটায় ৪ জন মেয়ে ও ২ জন ছেলে শিক্ষার্থী এবং উপজাতি কোটায় ৪ জন মেয়ে ও ২ জন ছেলে শিক্ষার্থী রয়েছেন।