ডেন্টাল ভর্তি পরীক্ষা দিলেন ৩৭ হাজার শিক্ষার্থী

ডক্টর টিভি রিপোর্ট
2023-05-05 13:28:10
ডেন্টাল ভর্তি পরীক্ষা দিলেন ৩৭ হাজার শিক্ষার্থী

পরীক্ষায় ৪০ নম্বরের কম পাওয়া প্রার্থীরা অকৃতকার্য বলে গণ্য হবেন

দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের (বিডিএস) ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন ৩৭ হাজার শিক্ষার্থী।

শুক্রবার (৫ মে) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত রাজধানীর পাঁচটি কেন্দ্রসহ দেশের ১২টি কেন্দ্রের ১৬টি ভেন্যুতে একযোগে এ পরীক্ষা হয়।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে ডেন্টালে ভর্তির জন্য ৩৭ হাজার ৫২৮ শিক্ষার্থী আবেদন করেন। আর সরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে মোট আসন রয়েছে ৫৪৫টি।

আবেদনের সংখ্যা অনুযায়ী, এবার প্রতি আসনের বিপরীতে ৬৮ শিক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশ নেন। এর বাইরে ২৬টি বেসরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটে আসন রয়েছে ১ হাজার ৪০৫টি। সব মিলিয়ে মোট আসন সংখ্যা ১ হাজার ৯৫০টি।

এক ঘণ্টার পরীক্ষায় ১০০ নম্বরের ১০০টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হয়েছে শিক্ষার্থীদের। প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ৪০ নম্বরের কম পাওয়া প্রার্থীরা অকৃতকার্য বলে গণ্য হবেন।

গত ২৮ মার্চ দেশজুড়ে সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু হয়।


আরও দেখুন: