এমবিবিএস ভর্তি পরীক্ষায় এবারও ছেলেদের চেয়ে ভাল করেছে মেয়েরা

অনলাইন ডেস্ক
2023-03-12 17:06:20
এমবিবিএস ভর্তি পরীক্ষায় এবারও ছেলেদের চেয়ে ভাল করেছে মেয়েরা

২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফলে গত বছরের মতো এবারও পাসের হারে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছেন মেয়েরা

২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফলে গত বছরের মতো এবারও পাসের হারে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছেন মেয়েরা। 

আজ রোববার (১২ মার্চ) প্রকাশিত ফলাফলে দেখা যাচ্ছে, এবারের এমবিবিএস ভর্তি পরীক্ষায় মোট পাস করেছে ৪৯ হাজার ১৯৪ জন শিক্ষার্থী। এর মধ্যে মেয়েরা পাস করেছেন ২৮ হাজার ৩৮১ জন (৫৭ দশমিক ৬৯ শতাংশ)। আর ছেলেরা পাস করেছেন ২০ হাজার ৮১৩ জন (৪২ দশমিক ৩১ শতাংশ)। 

সরকারি মেডিকেল কলেজে সুযোগপ্রাপ্ত ছেলের সংখ্যা ১,৯৫৭ জন (৪৫ শতাংশ) এবং মেয়ের সংখ্যা ২,৩৫৩ জন (৫৫ শতাংশ)। এই হিসেবে সরকারি মেডিকেলে ছাত্র ও ছাত্রীর ভর্তির অনুপাত হবে ৪৫:৫৫।

এদিকে, পাসের হারে মেয়েরা এগিয়ে থাকলেও মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হয়েছেন রাফসান জামান। ভর্তি পরীক্ষায় তিনি পেয়েছেন ৯৪ দশমিক ২৫ নম্বর। সব মিলিয়ে তার মোট প্রাপ্ত নম্বর ২৯৪ দশমিক ২৫।

এবার এমবিবিএস পরীক্ষায় অংশ নেন এক লাখ ৩৫ হাজার ৮০০ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন ৪৯ হাজার ১৯৪ জন। সে হিসাবে মোট পাসের হার ৩৫ দশমিক ৩৪ শতাংশ।


আরও দেখুন: