মেডিকেল ভর্তির ফল প্রকাশ রবিবার, তবে...

অনলাইন ডেস্ক
2023-03-11 17:03:03
মেডিকেল ভর্তির ফল প্রকাশ রবিবার, তবে...

যদি কোনো কারণে রবিবার প্রকাশ করতে না পারি, সোমবার সকালে প্রকাশ করা হবে

মেডিকেলে ২০২২-২৩ শিক্ষাবর্ষের (এমবিবিএস) ভর্তি পরীক্ষার ফলাফল আগামীকাল রোববার (১২ মার্চ) বিকেলে প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ জামাল।

সাংবাদিকদের তিনি জানান, ফলাফল তৈরির প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ঢাকার বাইরের ওএমআর সিট সব হাতে আসেনি। যেগুলো এসেছে, সেগুলো নিয়েই বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের দক্ষ অপারেটররা কাজ করছেন। শনিবারের মধ্যেই ফল প্রস্তুত হয়ে যাবে।

ডা. আবুল বাশার বলেন, ‘আমরা ফল চূড়ান্ত করার আগে একদিন সময় নিয়ে থাকি। শনিবার ফল প্রস্তুত হয়ে গেলে রবিবার বিকেল বা সন্ধ্যা নাগাদ তা প্রকাশ করতে পারব। যদি কোনো কারণে প্রকাশ করতে না পারি, সোমবার সকালে প্রকাশ করব।’

এর আগে শুক্রবার (১০ মার্চ) সকাল ১০টায় শুরু হয়ে বেলা ১১টা পর্যন্ত কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয় ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা। রাজধানীর ৫টিসহ দেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে এ পরীক্ষা হয়।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর মোট ১ লাখ ৩৯ হাজার ২১৭ শিক্ষার্থী আবেদন করে। গত বছরের মতো এবারও সরকারি মেডিকেলের আসন ৪ হাজার ৩৫০টি। তবে বেসরকারি মেডিকেলে আসন বেড়ে হয়েছে ৬ হাজার ৭৭২টি।


আরও দেখুন: