মেডিকেল ভর্তি জালিয়াত চক্রের হোতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
2023-03-09 11:45:33
মেডিকেল ভর্তি জালিয়াত চক্রের হোতা গ্রেপ্তার

চাকরির নিয়োগ এবং মেডিকেল-বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জাল প্রশ্নপত্র ও প্রবেশপত্র তৈরি করে ডিজিটাল জালিয়াতির মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়া চক্রের অন্যতম হোতা নয়ন ইসলামকে (২৫) গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ

চাকরির নিয়োগ এবং মেডিকেল-বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জাল প্রশ্নপত্র ও প্রবেশপত্র তৈরি করে ডিজিটাল জালিয়াতির মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়া চক্রের হোতা নয়ন ইসলামকে (২৫) গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ।

এ সময় তার কাছ থেকে বিপুল সংখ্যক বিভিন্ন পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড, পরীক্ষার প্রবেশপত্র, জীবন বৃত্তান্ত, নাগরিক সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জব্দ করা হয়।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে যশোহরের বেনাপোল এলাকা থেকে নয়নকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার দুপুরে আরএমপি সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় বসাক।

গ্রেপ্তার নয়ন ইসলাম রাজশাহী জেলার বাগমারা উপজেলার আচিনঘাট এলাকার আজগর হোসেন মন্ডলের ছেলে। মহানগরীর বোয়ালিয়া থানার উপশহর এলাকায় বসবাস করে সে।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয় , গত ২৩ ফেব্রুয়ারি বেসরকারি টিভি চ্যানেল নিউজ২৪ একটি সংবাদ প্রকাশিত হয়। সেখানে বলা হয়, আসন্ন মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়সমূহে ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, জালিয়াতির মাধ্যমে ভর্তির সুযোগ করে দেওয়া ও বিভিন্ন চাকরির প্রলোভন দিয়ে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু এবং চাকরি প্রার্থীদের নিকট হতে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া চক্রের সদস্যরা নগরীর বোয়ালিয়া থানাধীন নিউমার্কেট সংলগ্ন পিজি টাওয়ার বিল্ডিং-এর ১০ম তলায় অবস্থান করছে।


আরও দেখুন: