এমবিবিএস ভর্তি পরীক্ষা প্রসঙ্গে যা বললেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক
এমবিবিএস ভর্তি পরীক্ষা প্রসঙ্গে ডক্টর টিভি অনলাইনের সঙ্গে কথা বলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ কে এম আমিরুল মোরশেদ
২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার দিন তারিখ এখনো নির্ধারণ হয়নি। তবে দেশের সার্বিক পরিস্থিতি ঠিক থাকলে আগামী রোজার আগেই ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে চায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
মঙ্গলবার সকালে ডক্টর টিভি অনলাইনকে একথা বলেন অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ কে এম আমিরুল মোরশেদ। ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে নিজেদের বক্তব্য প্রস্তাব আকারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, আগামী বছর রোজা শুরুর সম্ভাবনা ২৩ অথবা ২৪ মার্চ থেকে। সার্বিক পরিস্থিতি ঠিক থাকলে রোজার আগেই ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে চাই। এক্ষেত্রে মার্চের প্রথম অথবা দ্বিতীয় শুক্রবার ভর্তি পরীক্ষা হতে পারে। তবে চূড়ান্ত কথা হলো, স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে তারিখ নির্ধারণ করা হলে তবেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, এর আগে, ২০২১-২০২২ শিক্ষাবর্ষের এমবিবিএস পরীক্ষা অনুষ্ঠিত হয় ১ এপ্রিল, ২০২২। ফল প্রকাশ করা হয় ৫ এপ্রিল।