বিডিএস কোর্সে দ্বিতীয় দফা মাইগ্রেশন

অনলাইন ডেস্ক
2022-09-16 12:51:00
বিডিএস কোর্সে দ্বিতীয় দফা মাইগ্রেশন

মাইগ্রেশনের শেষ তারিখ ২১ সেপ্টেম্বর পর্যন্ত

সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল ডেন্টাল ইউনিটগুলোয় ২০২১-২২ শিক্ষাবর্ষে বিডিএস কোর্সে দ্বিতীয় দফা মাইগ্রেশনে সুযোগপ্রাপ্ত ছাত্রছাত্রীদের নিজ কলেজের অধ্যক্ষের দপ্তরে যোগাযোগ করতে হবে।

স্বাস্থ্য শিক্ষা অধিপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মাইগ্রেশনের শেষ তারিখ: ২১ সেপ্টেম্বর পর্যন্ত।

অপেক্ষমাণ তালিকা থেকে যারা ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন, তাদের নির্বাচিত কলেজ বা ডেন্টাল ইউনিটের অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে।

ভর্তির তারিখ: ২১ সেপ্টেম্বর।

ওয়েবসাইট: www.dgmc.gov.bd I dghs.gov.bd

গত ৬ সেপ্টেম্বর সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটসমূহে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে বিডিএস কোর্সে দ্বিতীয় দফায় মাইগ্রেশন এবং অপেক্ষমান তালিকা প্রকাশ করা হয়েছে। দ্বিতীয় মাইগ্রেশেনের মাধ্যমে ১২৮ শিক্ষার্থী ভর্তির সুযোগ পাচ্ছেন।

সরবরাহকৃত মাইগ্রেশন ফরম পূরণের মাধ্যমে আসন শূন্যতা সাপেক্ষে পরবর্তীতে ডেন্টাল কলেজ/মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটসমূহে তৃতীয় মাইগ্রেশনের সুযোগ থাকবে।


আরও দেখুন: