সিজিপিএ পদ্ধতি বাতিলের দাবিতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে বিক্ষোভ

অনলাইন ডেস্ক
2022-09-03 17:50:40
সিজিপিএ পদ্ধতি বাতিলের দাবিতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে বিক্ষোভ

ক্যারিঅন পদ্ধতি পুনঃবহালের দাবিতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীদের বিক্ষোভ

ক্যারিঅন পদ্ধতি পুনঃবহালের দাবিতে বিক্ষোভ করেছে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীরা। তাদের দাবি সিজিপিএ (গ্রেডিং পয়েন্ট পদ্ধতি) বাতিল করতে হবে । সিজিপিএ পদ্ধতি চালু হলে মেডিকেল শিক্ষার্থীদের মাঝে হতাশা তৈরী করবে। ফলে মেডিকেল শিক্ষার্থীদের পড়াশোনা বাধাগ্রস্ত হবে।
দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষার্থীরা শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে শের-ই বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষের কার্যালয়ের সামনে সমবেত হয়ে বিক্ষোভ সমাবেশ করে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছে তারা।

শিক্ষার্থীরা জানায় ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে মেডিকেল শিক্ষা পদ্ধতিতে নতুন পাঠ্যক্রম যুক্ত করা হয়েছে। মেডিকেলে পদ্ধতি হচ্ছে প্রফ ভিত্তিক। আর সিজিপিএ সেমিস্টার ভিত্তিক হয়ে থাকে। প্রথম প্রফ হতে দেড় বছর সময় নেয়। অনেক সময় শিক্ষকরা অনৈতিক ভাবে ফেইস ভেলু দেখে ভাইবাতে নাম্বার দেয়।

শের-ই বাংলা মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থী সংখ্যা ২৮০ জন। এর মধ্যে বিডিএস শিক্ষার্থী রয়েছে ৫০ জন। আন্দোলনরতরা ২০২১-২২ শিক্ষাবর্ষের ৫৩ তম ব্যাচের শিক্ষার্থী।

শের-ই বাংলা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. জিএম নাজিমুল হক জানান, নতুন পদ্ধতি প্রবর্তনের ফলে চিকিৎসা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানসম্পন্ন করবে। শিক্ষার্থীদের দাবির বিষয়টি সরকারের ঊর্ধ্বতন মহলে জানানো হবে।


আরও দেখুন: