আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ডক্টর টিভি রিপোর্ট
2022-04-18 17:18:44
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

এসএসসি ও এইচএসসির জিপিএ এবং ভর্তির জন্য লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ১৮৭ জন সুযোগ পেয়েছেন

সেনাবাহিনী পরিচালিত বেসরকারি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

সোমবার (১৮ এপ্রিল) এসএসসি ও এইচএসসির জিপিএ এবং ভর্তির জন্য লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করা হয়।  এতে মোট ১৮৭ জন মেধা তালিকায় স্থান করে নিয়েছেন। 

এর মধ্যে এএমসি ক্যাডেটের (বাধ্যতামূলক সেনাবাহিনীতে যোগদান করবেন) ‘ক’, ‘খ’ ও ‘গ’- তিনটি গ্রুপে ৮০ জনকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য নির্বাচন করা হয়েছে। তাদের আগামী ২১ এপ্রিল সকাল ৯টার দিকে এএফএমসি, ঢাকা সেনানিবাসে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য উপস্থিত থাকতে বলা হয়েছে।

এএমসি ক্যাডেটের ফলাফল দেখতে ক্লিক করুন...

অন্যদিকে এএফএমসি ক্যাডেটে ‘ক’, ‘খ’ ও ‘গ’- তিনটি গ্রুপে ১০৭ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। তাদের আগামী ২৪ এপ্রিল সকাল ৯টার দিকে এএফএমসি, ঢাকা সেনানিবাসে চূড়ান্ত স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষার জন্য উপস্থিত থাকতে বলা হয়েছে।

এএফএমসি ক্যাডেটের ফলাফল দেখতে ক্লিক করুন... 

প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা (এএমসি ক্যাডেট) এবং চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষার (এএফএমসি ক্যাডেট) জন্য প্রত্যেককে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি ও এইচএসসির মূল সনদ, নম্বরপত্র, নাগরিকত্বের সনদ ও দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ উপস্থিত হতে বলা হয়েছে।

 


আরও দেখুন: