মেডিকেল ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর

ডক্টর টিভি রিপোর্ট
2022-04-01 11:55:39
মেডিকেল ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর

সকাল ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদ ভবনে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী

চলতি শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার (১ এপ্রিল) সকাল ১০টায় এ পরীক্ষা শুরু হয়ে চলে ১১টা পর্যন্ত।

দেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে এ বছর ভর্তি পরীক্ষা নেওয়া হয়। গত বছর রাজধানীসহ দেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে এমবিবিএস প্রথম বর্ষের (২০২০-২১) ভর্তি পরীক্ষা হয়েছিল।

সকাল ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদ ভবনে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এমপি। এ সময় তিনি কয়েকটি কক্ষ ঘুরে দেখেন এবং পরীক্ষার্থীদের খোঁজখবর নেন।

কেন্দ্র পরিদর্শনে মন্ত্রী সাথে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সাবেক সচিব আলিনুর, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধাপক ডা. টিটু মিয়া, ঢাকা মেডিকেলের পরিচালক ব্রি. জেনারেল নাজমুল হক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম,  স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মেডিকেল শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সামাদ প্রমুখ।

পরে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, মেডিকেল পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র পাওয়ার গুজব ছড়ানোর অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। যেকোনো ধরনের অনিয়ম ঠেকাতে প্রশ্ন সরবরাহকারী সব গাড়ি স্বাস্থ্য অধিদপ্তর থেকে ট্র্যাকিং করা হয়েছে।


আরও দেখুন: