মাইগ্রেশন দাবিতে নাইটিংগেল মেডিকেল শিক্ষার্থীদের মানববন্ধন

ডক্টর টিভি রিপোর্ট
2021-12-07 13:09:51
মাইগ্রেশন দাবিতে নাইটিংগেল মেডিকেল শিক্ষার্থীদের মানববন্ধন

নাইটিংগেল মেডিকেল কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করেন

নাইটিংগেল মেডিকেল কলেজের শিক্ষার্থীরা মাইগ্রেশনের দাবিতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সামনে মানববন্ধন করেছেন। মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় এ মানববন্ধন করেন তারা।

আন্দোলনকারীরা জানান, ৭৩ দিন পার হলেও মাইগ্রেশন নিয়ে তারা কোনো আশ্বাস পাননি। দাবি আদায়ে কঠোর কর্মসূচির হুমকি দেন শিক্ষার্থীরা।

চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফাহিমদা তানজিম বলেন, ‘ভর্তির সময় বিএমডিসি আছে বলা হলেও পরে সেটি পাইনি। যতবার জানতে চেয়েছি, কর্তৃপক্ষ শিগগিরই বিএমডিসির ব্যবস্থা করা হবে বলে আশ্বস্ত করেছে। কিন্তু দীর্ঘ চার বছরেও এজন্য কোনো পদক্ষেপ নেয়নি। ফলে এখানে পড়াশোনা চালিয়ে যাওয়া অসম্ভব। দ্রুত মাইগ্রেট করে অন্য মেডিকেলে পড়ার সুযোগ না দিলে শিক্ষাজীবন ধ্বংস হয়ে যাবে।’

আরেক শিক্ষার্থী ইমরান খাঁন ইমন বলেন, ‘এই কলেজের হাসপাতালে পর্যাপ্ত রোগী আসে না। ফলে রোগ সম্পর্কিত বাস্তব জ্ঞান অর্জন ব্যাহত হচ্ছে।’


আরও দেখুন: