ছাত্রাবাসের কক্ষে পড়েছিল রমেক শিক্ষার্থীর নিথর দেহ

ডক্টর টিভি রিপোর্ট
2021-11-12 19:32:31
ছাত্রাবাসের কক্ষে পড়েছিল রমেক শিক্ষার্থীর নিথর দেহ

মুশফিকুর রহিম এমবিবিএস শেষ বর্ষের ছাত্র ছিলেন।

রংপুর মেডিকেল কলেজের (রমেক) ছাত্রাবাস থেকে মুশফিকুর রহিম (২৬) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ডা. পিন্নু ছাত্রাবাস থেকে ৪৩তম ব্যাচের এই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

কলেজ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে মুশফিকের মোবাইল বন্ধ পেয়ে তার স্ত্রী লাবনী আক্তার মেডিকেলের ছাত্রাবাসে আসেন। দরজা বন্ধ পেয়ে কর্তৃপক্ষের সহায়তায় কক্ষের দরজা ভেঙে বিছানায় তার নিথর দেহ পাওয়া যায়।

কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু জানান, মুশফিকুর রহিম এমবিবিএস শেষ বর্ষের ছাত্র ছিল। কী কারণে তার মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

তিনি বলেন, মুশফিকুরের বাড়ি নীলফামারী জেলায়। তার বাবার নাম গোলাম মোস্তফা। দুই বছর আগেই তার এমবিবিএস পাস করার কথা ছিল। তার সহপাঠী অনেকেই ইন্টার্নশিপ শেষ করেছে। এছাড়া সে উচ্চ রক্তচাপে ভুগছিল।

এ ব্যাপারে ধাপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, ধারণা করছি সকালের দিকে তার মৃত্যু হয়েছে। ওই সময় তার শরীর শক্ত এবং বেঁকে গিয়েছিল। সুরতহাল করা হয়েছে। শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।


আরও দেখুন: