৫ আর্মি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ (উত্তীর্ণদের তালিকাসহ)
৫ আর্মি মেডিকেল কলেজে ভর্তির জন্য ২৬০জনকে নির্বাচিত করা হয়েছে।
দেশের পাঁচটি আর্মি মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। ৫টি আর্মি মেডিকেল কলেজগুলো হলো: চট্টগ্রাম, কুমিল্লা, যশোর, বগুড়া ও রংপুর।
বুধবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসের সেনা সদর দপ্তরের চিকিৎসা পরিদপ্তরের পরিচালক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর এসব মেডিকেল কলেজে ভর্তির জন্য ২৬০জনকে নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে আর্মি মেডিকেল কলেজ, বগুড়ায় ৬০জন নির্বাচিত হয়েছেন। আর বাকি মেডিকেল কলেজগুলোতে ৫০ জন করে নির্বাচিত হয়েছেন। কোনো মেডিকেলে কাউকে অপেক্ষমান রাখা হয়নি।
এ নিয়ে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচিতদের রোল নম্বর ক্রমানুসারে উল্লেখ করা হয়েছে।
স্বাস্থ্য পরীক্ষা ও ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য প্রত্যেক নির্বাচিত প্রার্থীকে ভর্তি ও লিখিত পরীক্ষার প্রবেশপত্র, সকল পরীক্ষার মূল সনদপত্র, নম্বরপত্র ও প্রশংসাপত্র এবং ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ ৫ অক্টোবর ২০২১ তারিখের মধ্যে স্ব-স্ব মেডিকেল কলেজে উপস্থিত থাকতে হবে।
এছাড়া কোটাভূক্ত প্রার্থীদেরকে নিম্নলিখিত কাগজপত্র সঙ্গে আনতে হবে-
ক) মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা ও পুত্র-কন্যাদের পুত্র-কন্যা হিসেবে প্রার্থীকে তাদের পিতা/মাতা/পিতার পিতা/পিতার মাতা/মাতার পিতা/মাতার মাতা (প্রযোজ্য ক্ষেত্রে) এর মুক্তিযোদ্ধা সার্টিফিকেট, যা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত হতে হবে। এছাড়া প্রার্থী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা এই মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশন এর ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট দাখিল করতে হবে।
খ) উপজাতীয় প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট সার্কেল চিফ এবং জেলা প্রশাসক প্রদত্ত চারিত্রিক ও উপজাতীয়তার প্রমাণক সার্টিফিকেট।
গ) সেনাবাহিনীর ব্যক্তিবর্গের (চাকরিরত/অবসরপ্রাপ্ত) সম্ভানদের ক্ষেত্রে ইউনিট অধিনায়ক/কোরো/রেকর্ডস কর্তৃক সীলমোহর ও প্রতিস্বাক্ষরকৃত সনদপত্র।
ভর্তি সংক্রান্ত যে কোন বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
৫ অক্টোবর ২০২১ তারিখের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। উল্লেখিত তারিখের পর কোন প্রার্থীকে পরবর্তীতে আর কোনো মেডিকেল ও মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা করা হবে না।
পরীক্ষার ফলাফল আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে (afmc.edu.bd) পাওয়া যাবে।