ডেন্টালে ভর্তির ফল পুনঃনিরীক্ষার আবেদন করবেন যেভাবে

ডক্টর টিভি রিপোর্ট
2021-09-13 09:51:15
ডেন্টালে ভর্তির ফল পুনঃনিরীক্ষার আবেদন করবেন যেভাবে

পুণঃনিরীক্ষার জন্য আবেদনের শেষ তারিখ ২১ সেপ্টেম্বর

সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।

অংশগ্রহণকারীদের মধ্যে ৯ হাজার ৬৯৬ জন ছাত্র ও ১৭ হাজার ৩০ জন ছাত্রী পাস করেছেন। এর মধ্যে ২০৩ জন ছাত্র ও ৩৪২ জন ছাত্রী সরকারি ডেন্টালের জন্য নির্বাচিত হয়েছেন।

প্রকাশিত ওই ফলে যে কোনো শিক্ষার্থী অসন্তুষ্ট হলে তিনি পুনঃনিরীক্ষার জন্য আবেদন করার সুযোগ পাবেন।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, অফেরতযোগ্য ১ হাজার টাকা নিয়ে টেলিটক মোবাইল থেকে এসএমএস করে পুণঃনিরীক্ষার জন্য আবেদন করতে হবে।

পুণঃনিরীক্ষার জন্য আবেদন শুরু: ১৬ সেপ্টেম্বর ২০২১

পুণঃনিরীক্ষার জন্য আবেদনের শেষ তারিখ: ২১ সেপ্টেম্বর ২০২১

যেভাবে ফলাফল পুন:নিরীক্ষণ আবেদন করবেন

টেলিটকের যে কোনো প্রিপেইড মোবাইল থেকে SMS করতে হবে।

প্রথম এসএমএস: DGHS<Space>RSC<Space>Roll No. লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে। (যেমন DGHS<>RSC 119999)
Message এ একটি PIN নম্বর আসবে।

দ্বিতীয় এসএমএস:  ফি প্রদানের জন্য প্রাপ্ত PIN নম্বর দিয়ে SMS করতে হবে ।DGHS<>RSC<>YES<>PIN এবং পাঠিয়ে দিতে হবে 16222 “(যেমন: DGHS<>RSC<>YES<>3699)। ফিরতি SMS-এ ফি জমা বাবদ একটি প্রাপ্তি স্বীকার SMS পাওয়া যাবে। ছাত্র/ছাত্রীদের ক্লাস শুরুর তারিখ পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

 


আরও দেখুন: