ডেন্টালে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের প্রতি নির্দেশনা
স্বাস্থ্য অধিদফতর
সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ বিডিএস কোর্সে উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রতি অফিস আদেশ জারি করেছে স্বাস্থ্য অধিদফতর।
রোববার ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর এ অফিস আদেশ জারি করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন বিভাগের পরিচালক অধ্যাপক ডা. একেএম আহসান হাবিব স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, অর্জিত স্কোর অনুসারে (মেধা ও পছন্দ) ৫৪৫ জন ছাত্র-ছাত্রীকে ১টি সরকারি ডেন্টাল কলেজ ও ৮টি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হলো।
অফিস আদেশে বলা হয়, বেসরকারি ডেন্টাল কলেজ/ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে ভর্তির বিষয়ে পরবর্তীতে বিজ্ঞপ্তি দেওয়া হবে। প্রকাশিত ফলাফলের ওপর বিধিসম্মত যে কোন পরিবর্তন, পরিবর্ধন ও সংখোয়ানের অধিকার কেন্দ্রীয় ভর্তি কমিটি সংরক্ষণ করে।
আসন বণ্টন
বিডিএস কোর্সে সাধারন আসন ৫৩০টি, মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং পুত্র কন্যাদের পুত্র কন্যার জন্য ১০টি এবং পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য ৫টি সংরক্ষিতসহ মোট ৫৪৫টি আসন রয়েছে। আসন শূন্য হলে মেধা ও পছন্দ অনুযায়ী পরবর্তীতে প্রার্থী ভর্তির সুযোগ পাবে। নির্বাচিত ছাত্র-ছাত্রীরা সংশ্লিষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষের অফিসে ভর্তির ব্যাপারে যোগাযোগ করবেন।
২৮ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ২০২১ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের নীতিমালা অনুযায়ী পর্যায়ক্রমে তিনবার কেবল মাত্র মাইগ্রেশনের মাধ্যমে অন্য কলেজ/মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে বদলি করা হবে।