মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম মিশরী মুনমুন
মিশরী মুনমুন। ছবি: সংগৃহীত
মেডিকেলের (এমবিবিএস) ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর পাসের হার ৩৯.৮৬ শতাংশ।
রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর ফলাফল ঘোষণা করেন।
এবারের পরীক্ষায় প্রথম হয়েছেন পাবনার মিশরী মুনমুন। ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে তিনি ৮৭.২৫ নম্বর পেয়েছেন। এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল মিলিয়ে তার প্রাপ্ত নম্বর ২৮৭.২৫।
মিশরী পাবনা মেডিকেল কলেজ থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। সুযোগ পেয়েছেন তার পছন্দের শীর্ষে থাকা ঢাকা মেডিকেল কলেজে পড়ার।
মেধাবী এই ছাত্রীর বাড়ি পাবনার সদর থানার রাধানগরে (নারায়ণপুর)। পাবনা সরকারি বালিকা বিদ্যালয় থেকে এসএসসি এবং পাবনা এডওয়ার্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন তিনি।
মিশরীর বাবা আবদুল কাইয়ুম স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজে চাকরি করেন। মা মোসাম্মাত মুসলিমা খাতুন একজন গৃহিনী।
মেয়ের কৃতিত্বে আবেগাপ্লুত বাবা আবদুল কাইয়ুম ডক্টর টিভিকে বলেন, 'আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমার মেয়ে সারা দেশের কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে ফার্স্ট হয়েছে। এটা আসলে গৌরবের বিষয়।'
তিনি আরও বলেন, 'আমার আসলে একটু স্বপ্ন ছিল হয়তো মেয়েটা ঢাকা মেডিকেলে চান্স পাবে, কিন্তু সারা বাংলাদেশে প্রথম হবে এটা কল্পনাও করতে পারিনি। কিন্তু সকাল বেলা থেকে মনের মধ্যে একটা বিষয় কাজ করছিল যে, হয়তো আমার মেয়ের রেজাল্ট ভালো হবে। শুনেন, সবকিছু আল্লাহর রহমত, আসলে আল্লাহর অশেষ রহমত ছাড়া কিছুই হয়নি।'
মুনমুনের বাবা আবদুল কাইয়ুম আরও বলেন, এজন্য কলেজের স্যারেরা অনেক উৎসাহ ও প্রেরণা দিয়েছেন, কোচিংয়ের স্যারেরাও অনেক শ্রম দিয়েছেন, তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা।
প্রসঙ্গত, মেডিকেল ভর্তি পরীক্ষায় চলতি বছর ৪৮ হাজার ৯৭৫ জন পাস করেছেন যা অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর ৩৯.৮৬ শতাংশ।
ব্রিফিংয়ে জানানো হয়, সরকারি মেডিকেলে ৪ হাজার ৩৫০ আসনের মধ্যে ২ হাজার ৩৪১ জন ছাত্রী এবং ২ হাজার ৯ জন ছাত্র সুযোগ পেয়েছেন।
গত শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ১ লাখ ২২ হাজার ৮৭৪ শিক্ষার্থী আবেদন করেছিলেন। এদের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ ১৬ হাজার ৪৯২ জন। অর্থাৎ পরীক্ষায় অংশ নেননি ৬ হাজার ৮২ জন শিক্ষার্থী।
উল্লেখ্য, দেশের ৪৭টি সরকারি মেডিকেল কলেজের আসন সংখ্যা চার হাজার ৩৫০টি। এছাড়া ৭০টি বেসরকারি মেডিকেল কলেজে আরও আট হাজার ৩৪০টি আসন রয়েছে।