পরীক্ষা ছাড়া মেডিকেলে নতুন শিক্ষার্থী ভর্তির সুযোগ নেই

ডক্টর টিভি রিপোর্ট
2020-10-24 00:50:09
পরীক্ষা ছাড়া মেডিকেলে নতুন শিক্ষার্থী ভর্তির সুযোগ নেই

ছবিটি প্রতীকী ব্যবহার করা হয়েছে।

দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষার তারিখ আগামী সপ্তাহে ঘোষণা করা হবে।

শুক্রবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন গণমাধ্যমে বলেন, ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণের জন্য আগামী সপ্তাহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে বৈঠক করা হবে।

তিনি আরও বলেন, স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশিকা বজায় রেখে পরীক্ষা নেয়ার ব্যবস্থা করা হবে। তাই ভর্তি পরীক্ষা ছাড়াই নতুন শিক্ষার্থী ভর্তির সুযোগ নেই।

ভর্তি পরীক্ষা থেকে এমসিকিউ নম্বর কমানো হবে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যদিও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবার লিখিত ও এমসিকিউ পরীক্ষায় ৪০ নম্বর কেটে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে, তবে আমাদের তা করার কোন উপায় নেই। আমাদের অবশ্যই পুরো এমসিকিউ নম্বর দিয়ে পরীক্ষা দিতে হবে।

দেশে ৩৬টি সরকারি মেডিকেল কলেজে চার হাজার ৬৮টি এবং ৭০টি বেসরকারি মেডিকেল কলেজে ৬ হাজার ৩৩৯টি আসন রয়েছে। তবে এ বছর এইচএসসিতে অটোপাস দেওয়াতে ভর্তিচ্ছুদের সংখ্যা আরও বাড়তে পারে বিশেষজ্ঞরা মনে করছেন।


আরও দেখুন: