আমেরিকাতে বাংলাদেশী চিকিৎসকদের কাজ, ট্রেনিং ও গবেষনার সুযোগ
আমেরিকাতে বাংলাদেশী চিকিৎসকদের কাজ, ট্রেনিং ও গবেষনার সুযোগ
আমেরিকাতে কি পরিমান বাংলাদেশী ডাক্তার কাজ করেন?
সঠিক সংখ্যাটা বলা মুস্কিল।
তবে ECFMG ( Educational Commission of Foreign Medical Graduates) নামের সংগঠনের কিছু তথ্য আছে। তাদের মতে, বর্তমানে আমেরিকায় প্রায় দুই লক্ষ চল্লিশ হাজারের মতো বিদেশী মেডিকেল গ্রেজুয়েট লাইসেন্সড চিকিৎসক হিসেবে প্র্যাকটিস করছেন! তার মধ্যে প্রায় ১৬৯৫ জন (০.৭% ) লাইসেন্সড চিকিৎসক বাংলাদেশ এর বিভিন্ন মেডিকেল কলেজ থেকে এদেশে এসেছেন। আসল সংখ্যা আরেকটু বেশী হতে পারে। আবার অনেকে রিসার্চ করেন, ছাত্র পড়ান, পাবলিক হেলথ বা হেলথ কেয়ার সংক্রান্ত প্রতিষ্ঠানে কাজ করেন।
আমেরিকাতে বাংলাদেশী তরুন ডাক্তাররা বেশী পরিমানে আসছে এবং এখানকার রেসিডেন্সি ট্রেনিং প্রোগ্রামে ঢুকছে। প্রতি বছর অবস্থা ভালো হচ্ছে। সংখ্যায় বাড়ছে তারা। তবে ভারত, পাকিস্তান , নাইজেরিয়ার তুলনায় আমরা সংখ্যায় কম। প্রায় দুই লক্ষ চল্লিশ হাজার বিদেশী গ্রেজুয়েট এর মধ্যে প্রায় এক চতুর্থাংশ (২৪ % ) ভারতীয় বংশোদ্ভূত। আর এদের ৬ % পাকিস্তানের বিভিন্ন মেডিকেল কলেজ এর গ্রেজুয়েট। বাংলাদেশীরা বেশ পিছিয়ে আসে এখানে।
এর একটি প্রধান কারন হলো বাংলাদেশের তরুন চিকিৎসকরা এই সুযোগটির কথা জানেন না। অনেকেই আমাদের ঔপনিবেশিক দেশ ইংল্যান্ডে চলে যান। এর সাথে সংগতির ব্যাপারও আছে। USMLE পরীক্ষার প্রিপারেশন নেবার পদ্ধতিও অনেকে জানেন না।
আর তাই Planetary Health Academia নামের NRB ACADEMIC PHYSICIAN দের সংগঠনের মাধ্যমে আমরা বাংলাদেশে মেডিকেলের ছাত্র ছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করছি মেডিকেল কলেজে নানা ধরনের অনুষ্ঠান করে। এমন কি জাতীয় টেলিভিশনেও অনুষ্ঠান করা হয়।
আমরা Road to Residency (R2R) নামে একটি মেন্টরশীপ program শুরু করেছি। এতে USA তে কর্মরত বাংলাদেশী Resident চিকিৎসকরা USMLE পড়ান, মেন্টরিং করেন একেবারে প্রথম থেকে।
শুধু তাই নয় তরুন চিকিৎসকদের USA তে Medical training attachment বা Extership এর ব্যাপারে সরাসরি সাহায্য করা হয়।
আমাদের আরো অনেক প্রবাসী চিকিৎসকরা এ ব্যাপারে অনেক কাজ করছেন।
আশা করি আরো সবার প্রচেষ্ঠাতে অবস্হার আরো উন্নতি হবে। বিস্তারিত জানার জন্য PLANATARY HEALTH ACADEMIA র ওয়েবসাইট বা ফেসবুক পেজ দেখুন।
লেখক :
ডাঃ বি এম আতিকুজ্জামান
ফ্যাকাল্টি, কলেজ অফ মেডিসিন, ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডা।
বিশিষ্ট পরিপাকতন্ত্র ও লিভার বিশেষজ্ঞ
ডাইরেক্টর, প্লানেটরি হেলথ একাডেমিয়া
কারিকুলাম ডিরেক্টর, ইন্টারনাল মেডিসিন রেসিডেন্সি প্রোগ্রাম।