কীভাবে বুঝবেন আপনি আইবিডি নাকি আইবিএস আক্রান্ত?

ডা. মোহাম্মাদ মাসুদুর রহমান
2021-05-19 10:07:32
কীভাবে বুঝবেন আপনি আইবিডি নাকি আইবিএস আক্রান্ত?

আইবিএসের ক্ষেত্রে পরিপাকতন্ত্রে কোনো ঘা বা আলসার প্রদাহ থাকে না, কিন্তু আইবিডির মধ্যে তা দেখা যায়।

ইনফ্লেমেটরি বাওয়েল ডিজিজ (আইবিডি) এবং ইরিটেবল বাওয়েল সিনড্রোমের (আইবিএস) লক্ষণ কাছাকাছি হলেও রোগ দুটি একই নয়। দুটি রোগই সম্পূর্ণ ভিন্ন রূপ।

আইবিএস আসলে অনেক পরিচিত একটা রোগ, কিন্তু আইবিডি ততোটা পরিচিত নয়। দুটি রোগই সমপূর্ণ ভিন্ন রূপ।

আমরা যদি সাধারণভাবে বলি- পরিপাকতন্ত্রের রোগকে আমরা দুইভাগে ভাগ করে থাকি। একটা হলো ফাংশনাল ডিজঅর্ডার বা ফাংশনাল রোগ। আরেকটি হলো অর্গানিক ডিজিজ বা অর্গানিক রোগ।

ফাংশনাল রোগটা হলো অনুসন্ধান করে রোগের কোন কারণ পাওয়া যায় না, রোগীর উপসর্গ থাকে। আইবিএস হল এই ধরণের একটা রোগ।

আর আইবিডিটা হলো একটা অর্গানিক ডিজঅর্ডার যেখানে রোগীর লক্ষণ দেখে এবং অনুসন্ধান করে একটা কারণ সম্পর্কে ধারণা করা যায়।

আইবিএসের ক্ষেত্রে পরিপাকতন্ত্রের কোথাও কোনো ঘা বা আলসার প্রদাহ এসব থাকে না। আর আইবিডির ক্ষেত্রে পরিপাকতন্ত্রে ঘা বা আলসার প্রদাহ দেখা যায়।

এখন প্রশ্ন হলো- আমি রোগী হিসেবে কীভাবে বুঝবো আমার আইবিডি নাকি আইবিএস? অনেক ক্ষেত্রে দুটির লক্ষণ কাছাকাছি। আইবিএসের ক্ষেত্রে সাধারণত দীর্ঘস্থায়ী ডায়রিয়া হয় এবং পেটে ব্যাথা হয়। এই ব্যাথাটা ডায়রিয়ার সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ যখন পেটে ব্যাথা হবে, তখন হয়তো কারো পায়খানা বারবার হবে বা মাত্রা কমে যাবে বা পাতলা পায়খানা হতে পারে বা পায়খানা শক্ত হয়ে যায়।

আইবিএসে কোনো অবস্থায় পায়খানার সঙ্গে কখনো এক ফোটাও রক্ত যাবে না, কখনো ওজনও কমবে না। এগুলো থাকলে বুঝে নিতে হবে তার আইবিএস হয়েছে।

যদি দীর্ঘস্থায়ী ডায়রিয়া থাকে এবং পায়খানার সঙ্গে রক্ত যায় তাহলে বুঝতে হবে আইবিএস না, আইবিডি হয়েছে।


আরও দেখুন: