বিভিন্ন দেশে ম্যাটস, ডিএমফ, স্যাকমো সমতুল্যরা যা করেন

ডা. সাব্বির হোসাইন সাগর
2024-08-20 16:49:00
বিভিন্ন দেশে ম্যাটস, ডিএমফ, স্যাকমো সমতুল্যরা যা করেন

স্টেথোস্কোপ

যুক্তরাজ্যে Physician associates-চিকিৎসকদের তত্ত্বাবধানে কাজ করে। কমিউনিটি লেভেলে কাজ করা, ফিজিওথেরাপি, ওটিতে টুকটাক সাহায্য করা, হোম কেয়ার দেয়া। তাদেরকে সেভাবেই প্রশিক্ষণ দেয়া হয়।
 

যুক্তরাষ্ট্রে Physician Assistants (PAs) খুবই পরিচিত একটি পেশা। তারা চিকিৎসা কার্যক্রমে চিকিৎসকদের সহায়তা করেন এবং প্রায়ই স্বাধীনভাবে রোগীদের চিকিৎসা করতে পারেন।
 

কানাডায় Physician Assistants-চিকিৎসকদের সহায়তা করেন।
 

অস্ট্রেলিয়ায় Physician Assistants-নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ এবং প্রাইমারি ও জরুরী সেবা দিয়ে থাকেন।
 

নেদারল্যান্ডসে Physician assistants- বিশেষজ্ঞ চিকিৎসকদের সহায়তায় এবং কিছু ক্ষেত্রে স্বাধীনভাবে চিকিৎসা দিতে পারেন।
 

জার্মানিতে Medizinische Fachangestellte- ডাক্তারদের তত্ত্বাবধানে চিকিৎসা সেবা দিয়ে থাকেন।
 

ভারতে Medical Assistants পেশাটি কিছু নির্দিষ্ট অঞ্চলে প্রচলিত এবং সাধারণত তারা ক্লিনিকাল সহায়ক হিসেবে কাজ করেন।
 

নাইজেরিয়াতে Community Health Officers হিসেবে পরিচিত, যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্টের মতো কাজ করেন, বিশেষ করে গ্রামীণ এলাকায়।
 

এ-সব দেশে এসিস্ট্যান্ট হওয়ার জন্য যতখানি পড়াশোনা ও যোগ্যতা লাগে আমাদের দেশে ম্যাটস/ডিএমফদের কারিকুলাম তার ধারে কাছেও নেই। তারপরও সেসব দেশের এসিস্ট্যান্টরা ডাক্তার পরিচয়ে প্রাক্টিস করার দুঃসাহস দেখায় না। কিন্তু আমাদের ম্যাটস/স্যাকমো/ডিএমফরা কথা নাই বার্তা নাই তারা ডাক্তার হবার ডিমান্ড করে বসলেন।
 

এবং এই এসিস্ট্যান্টরা যদি কালকে থেকে আনাচে-কানাচে ডাক্তার পরিচয়ে চিকিৎসা দেয়া শুরু করে এর সবচেয়ে বড় সাফারার হবে সাধারণ জনগন। তারা তো আর জানবে না এই নতুন পদবীধারী ডাক্তাররা আসলে যোগ্যতার বিচারে মেডিকেল এসিস্ট্যান্ট সমমনা।
 

ডাক্তারদের মেডিকেল এসিস্ট্যান্টদের সাথে প্রফেশনাল ঝামেলা বা কামড়া কামড়ি নেই কোনো। কিন্তু সবচেয়ে বড় সাফারার হবে সাধারণ মানুষ এটা নিয়ে বেশ আপত্তি আছে। আল্টিমেটলি এসিস্ট্যান্ট নামে ডাক্তারি করে ভুল চিকিৎসা দিলে জনগনের জীবন ঝুঁকিতে পড়বে এবং সত্যিকারের ডাক্তারদের ফেয়ার প্রাক্টিসের স্কোপ থাকবে না।


আরও দেখুন: