বাংলাদেশের প্রথম ওপেন হার্ট সার্জারীর গল্প
১৮ সেপ্টেম্বর ১৯৮১ বাংলাদেশে প্রথম ওপেন হার্ট অপারেশন সম্পন্ন হয়
১৮ সেপ্টেম্বর ১৯৮১ ছিল বাংলাদেশের জন্য একটি স্মরণীয় দিন। আজ থেকে ঠিক ৪২ বছর আগে এই দিনটিতে বাংলাদেশের প্রথম ওপেন হার্ট অপারেশন সম্পন্ন হয়েছিল। বাংলাদেশী ও জাপানী সার্জনদের একটি যৌথ টীম এই অপারেশনের মাধ্যমে এদেশের হৃদরোগ চিকিৎসায় এক নবযুগের সূচনা করেছিলেন।
দুঃখজন হলেও সত্য বাংলাদেশের প্রথম ওপেন হার্ট সার্জারী টীমের কোন ছবি বাংলাদেশে কারো কাছে নেই। বহু অনুসন্ধানের পরে সেই টীমের জাপানী সার্জিন কোমে সাজিকে গত বছর খুজে পেতে সমর্থ হই। তাঁর সংগ্রহ থেকে কয়েকটি অতীব মূল্যবাণ ঐতিহাসিক ছবি আমি সংগ্রহ করেছি। এই বর্ষিয়ান জাপানী সার্জন যত্ন করে রাখা তাঁর স্বর্ণযুগের কিছু ফটো এভাবে না পাঠালে বাংলাদেশের হৃদরোগ চিকিৎসার ইতিহাসের একটি স্মরণীয় ও গৌরবোজ্জ্বল অধ্যায় হয়তো চিরদিনের মতো হারিয়ে যেত।
প্রথম ওপেন হার্ট সার্জারীর ৪২ বছর পূর্তির দিনটিতে ছবিটি প্রথমবারের মতো জনসমক্ষে প্রকাশ করা হল। কোমে সাজির কাছ থেকে সংগৃহীত আরো কিছু ছবি সম্বলিত আমার একটি আর্টিকেল Cardiovascular Journal এর আগামী সংখ্যায় এ মাসেই ইনশাআল্লাহ প্রকাশিত হবে।
এই ছবিটিতে প্রথম ওপেন হার্ট টীমের সদস্যদের মধ্যে সামনে বসা আছেন জাপানি সার্জন কোমে সাজি এবং টোমিনো।
পেছনে দাঁড়ানো আছেন এনেস্থেটিস্ট অধ্যাপক ডা. খলিলুর রহমান, ডা. আবদুল হাদি, ডা. নুরুল ইসলাম, সার্জন মরহুম অধ্যাপক ডা. এম নবী আলম খান এবং ডা. ফজলুর রহমান।
পাইওনিয়ার টীমের সদস্যদের সাথে ছবিটিতে মরহুম অধ্যাপক ডা. আমানুল্লাহ এবং অধ্যাপক ডা. কাদের খানও আছেন।
বাংলাদেশী দুই কিংবদন্তী কার্ডিয়াক সার্জন অধ্যাপক এস আর খান এবং অধ্যাপক এম নবী আলম খানের ব্যক্তিগত বন্ধুত্ব এবং পেশাগত রেশারেশির কথা সকলের জানা। এই দু'জনকে এক ফ্রেমে পাওয়া যে কোন সময়েই ছিল প্রায় অসম্ভব একটা কাজ। এস আর খান স্যারের অনুপস্থিতি স্বাভাবিক ভাবেই ছবিটিকে অসম্পূর্ণ করেছে।
ওপেন হার্ট সার্জারীর ৪২ তম বার্ষিকীর এই দিনে প্রথম টীমের বাংলাদেশী এবং জাপানী সার্জন ও এনেসথেটিস্টদের জানাই সশ্রদ্ধ অভিবাদন।
লেখকঃ
অধ্যাপক ডা. নাজমুল হোসাইন
প্রতিষ্ঠাতা ও অধ্যাপক,
হৃদরোগ বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল।