জীবন মানেই মেডিকেল, বুয়েট, বিসিএস না

ডা. আসিফ উর রহমান
2023-09-14 20:13:17
জীবন মানেই মেডিকেল, বুয়েট, বিসিএস না

সাফল্য হলো দীর্ঘ পথ পরিক্রমায় লব্ধ ফলাফল (ইনসেটে ডা. আসিফ উর রহমান)

এক ছোটোভাই এর রিকুয়েস্টে রি পোস্ট করলাম, সে ঢাবিতে চান্স পায় নাই, ডিপ্রেসড। আমাকে কল দিয়া বললো- "ভাইয়া! আপনার একটা লেখা ছিলো মেডিকেল বুয়েট নিয়ে, একটু রিপোস্ট করেন প্লিজ!"

যখন ইন্টারমেডিয়েটে স্টার মার্কস পেয়ে সরকারী মেডিকেলে টিকলাম আর কলেজ বন্ধু ইন্টারে 1st Devision পেয়ে মনের দুঃখে সায়েন্স বাদ দিয়ে বিবিএ-তে ভর্তি হলো, তখন নিজেরে পৃথিবীর শ্রেষ্ঠ প্রতিভাবান কুতুব মনে হইতো। বুকের শিনা হুদাই ফুলায়া হাঁটতাম, দরকার ছিলোনা, তাও ফুলাইতাম।

আজকে ২১ বছর পর সেই বন্ধুই কয়েকশো কোটি টাকার মালিক। প্রতিভা দিয়েই অর্জন করেছে, চুরি করেনি, তার কাজে সে শতভাগ ডেডিকেটেড।

যেই বন্ধু সায়েন্সে রেজাল্ট একটু খারাপ করে বুয়েটে চান্স না পেয়ে বিদেশে পাড়ি জমালো, সে আজ রোবট বানায়, একটা দুইটা না...... ম্যালা রোবট তার প্রোগ্রামেই তৈরি হয়।

যেই বন্ধু পাবলিক হেলথে MPH করবে শুইনা দাঁত কেলাইলাম- বহু ইন্টারন্যাশনাল রিসার্চ পেপারে এখন তার নাম প্রথমেই দেখতে পাই।

আজকে আমি ধরেই নিছি- আমার চেয়ে বহুত বড় বড় কুতুব আছে দুনিয়ায়। সাফল্য হলো দীর্ঘ পথ পরিক্রমায় লব্ধ ফলাফল, সাময়িক অর্জন না।

এই কাহিনী বা গল্প শোনানোর মোরাল হইলো -
‘Success is not always what you see through your shameless eyes!’

জীবন মানেই মেডিকেল, বুয়েট, বিসিএস না।

জীবনের পদে পদে, অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে আছে সাফল্য। মোটা ফ্রেমের কুতুবী চশমায় এসব সাফল্য ধরা পড়েনা। সাফল্য আহরণ করতে শেখো।

লেখক :

DR. ASIF UR RAHMAN
MRCEM-UK.DA.MCPS.
FIPM- India.
MBBS, BCS (Health). 
Consultant- NINS Emergency Medicine,
Intensive Care Medicine Specialist.


আরও দেখুন: