স্বাস্থ্য সেবার উন্নয়নে যা অত্যাবশ্যক

ডা. রতীন্দ্র নাথ মন্ডল
2023-08-06 11:29:25
স্বাস্থ্য সেবার উন্নয়নে যা অত্যাবশ্যক

স্বাস্থ্য সেবার উন্নয়নে যা অত্যাবশ্যক (ইনসেটে লেখক)

একটা বাচ্চা পড়াশুনা শুরু করবে, তাকে কিন্ডার গার্ডেন বা প্রাইমারি স্কুলে ভর্তি করানোর কথা। এই বাচ্চাগুলোকে যদি কিন্ডার গার্ডেন স্কুলে বা প্রাইমারি স্কুলে ভর্তি না করে সরাসরি ভার্সিটিতে বা বুয়েটে বা মেডিকেল কলেজে ভর্তি করানো হয়, তাহলে কি কি হতে পারে-

১) বাচ্চাগুলোকে বড় বড় টিচাররা ক, খ, গ শেখাতে গিয়ে হিমশিম খাবেন। কারণ এসব পড়ানো একজন ভার্সিটির শিক্ষকের কাজ নয়।

২) বাচ্চাগুলোকে ক, খ, গ এর বদলে নিউটনের গতিসূত্র পড়িয়ে মাথা নষ্ট করে দিতে পারেন।

৩) যারা ভার্সিটির স্টুডেন্ট তারা তাদের শিক্ষকদের থেকে বঞ্চিত হবেন।

আমাদের দেশের স্বাস্থ্য সেবা সিস্টেমে এই রকমের অরাজকতা চলছে। আমাদের দেশে জিপি বা রেফারেল সিস্টেম নেই, তাই যে কোন অসুস্থতায় রোগীরা বিশেষজ্ঞকে দেখাচ্ছেন।

যার ফলে প্রাইমারি হেলথ কেয়ার বা প্রাথমিক স্বাস্থ্য সেবা যে জিপি বা ফ্যামিলি ফিজিশিয়ানদের দেয়া উচিত তারা বেকার থেকে যাচ্ছেন, অন্যদিকে সাধারণ অসুস্থতায় বিশেষজ্ঞ চিকিৎসককে দেখানোর কারণে চিকিৎসা ব্যয় বাড়ছে এবং জটিল রোগীরা বিশেষজ্ঞ চিকিৎসকের থেকে পর্যাপ্ত সময়, মনোযোগ পাচ্ছেন না।

করণীয়ঃ

১) দ্রুত জিপি- রেফারেল সিস্টেম প্রতিষ্ঠা করতে হবে।

২) যে কোন অসুস্থতায় রোগীদের জিপির পরামর্শ নিতে হবে। জিপি রেফার করলেই কেবল বিশেষজ্ঞ দেখাতে পারবেন, এটা বাস্তবায়ন করতে হবে।

৩) আমাদের দেশে জিপি হবার জন্য যে কোর্স বা প্রশিক্ষণ দরকার তার ব্যবস্থা করতে হবে।

 

লেখকঃ

ডা. রতীন্দ্র নাথ মন্ডল
সহযোগী অধ্যাপক, মেডিসিন বিভাগ
প্রাইম মেডিকেল কলেজ
প্রতিষ্ঠাতা: ডাক্তারখানা (জিপি সেন্টার)।


আরও দেখুন: