আমাকে ঋণী করে চলে গেলি

ডা. ফেরদাউস আহাম্মেদ (তুষার)
2023-08-03 16:07:26
আমাকে ঋণী করে চলে গেলি

ডা. ফেরদাউস আহাম্মেদ তুষার (লেখক) এবং সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণকারী ডা. হিল্লোল দে

মৃত্যুর ৪০ মিনিট আগেও বললো, আমার দুইবেলা মিল চলবে।

কলিজা ভেঙে গেলো, গতকাল আউটডোরে বসে প্লান করলাম আমরা বউসহ টাঙ্গুয়ার হাওর যাবো।

নিউলি ম্যারিড।

গতকাল প্রথম আমাদের সাথে পরিচয় করিয়ে দিলো ওর বউয়ের সাথে।

আজ ভোলা গিয়ে বউকে ঢাকার লঞ্চে উঠিয়ে ব্যাক করতে ছিলো, তখন বিপরীত দিক থেকে একটা হাই-এইস মাইক্রো ওভারটেক করতে গিয়ে ওরে মুখোমুখি মেরে দেয়।
নিজ হাতে ব্রট ডেথ ডিক্লেয়ার করলাম।

দুই কান দিয়ে এখনও এক্টিভ ব্লিডিং হচ্ছে, অক্সিপিটাল বোন ফ্রাকচার উইথ হিউজ হেমাটোমা।
খুব সম্ভবত এটলান্টোএক্সিয়াল জয়েন্ট ফ্রাকচার হয়ে স্পট ডেথ হয়েছে।

লেফট টিবিয়া ফ্রাকচার, ডীপ ল্যাসারেটেড ওউন্ড চেষ্ট এ, পেটের সবখানে এব্রাশন।
আমার কাছে এখন ২টা নাইট ডিউটি পায়।

রোজায় নাইট ডিউটি করতে কষ্ট হয় দেখে ও করে দিয়েছে।

রোজার ঈদে ছুটি একটু আগে নিয়েছি ওর কারণে। ও সুযোগ করে দিয়েছিলো।

বাইক এক্সিডেন্ট এর ২০ মিনিট আগেও ম্যাসেনজারে পোস্ট করলো আজ থেকে ওর দুই বেলা মিল চলবে। যেহেতু বউকে লঞ্চে উঠিয়ে দিয়েছে। আহারে জীবন!

গত ৫ দিন আগে লালমোহনে এসিআই ফার্মাসিউটিক্যালস এর একজন এমআর ভোলায় ট্রাক চাপায় মৃত্যু বরণ করেন। 

ও নিজেই এই খবর আমাদের ডাক্তারদের সবার আগে জানায়। আজ ও নিজেই সেই বাইক এক্সিডেন্টে পরপারের পথে।

গত ঘূর্ণিঝড়ের রাতে ওর বাইকে করে ও আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে ঘূর্নিঝড় দেখালো, কতো ঘুরালো ওর বাইকের পিছনে, অনেক সেফ ড্রাইভ করতো। ও রাফ ড্রাইভ ভয় পেত- নিজেই বলতো।

মাইক্রোবাস ওভারটেক করার সময় ওরে সামনা সামনি মেরে দেয়, ও ছিটকে প্রায় ২০ ফুট দূরে গিয়ে পরে। আমি খবর পাওয়ার সাথে সাথে স্পটে গিয়ে দেখে আসলাম যে, ও ওর লেনেই ছিলো।

মাত্র ৯ মার্চ বিয়ে হলো, নিউলি ম্যারিড। বউ ডেন্টিস্ট।

আমাদের এসবিএমসির ৪৪ ব্যাচ ক্রসপন্ডিং। আমার একব্যাচ জুনিয়র ছিলো। ও ৪২ বিসিএস এ জয়েন করেও ৪০ বিসিএস এ ব্রিলিয়ান্ট রেজাল্ট করে, টপ ২০ এর মধ্যে ছিলো সম্ভবত। এরপর ৪০ বিসিএস এ জয়েন করে।

বেচারার মন খারাপ ছিল- কারণ ৪২ থেকে ৪০ এ জয়েন করাতে অনেক মাস (৮/৯ মাস হবে) বেতন পাচ্ছিলো না সরকারি কাজে দীর্ঘসূত্রতার জন্য। গতকাল আমাদের সাথে যখন ওর বউকে প্রথম পরিচয় করিয়ে দিলো- তখন বললো, এখানে বাসা নিবে। ও যেখানে চেম্বার করে সেখানে বউকে একটা ডেন্টাল চেম্বার করে দিবে, লালমোহনে বাসা ভাড়া নিবে।

আহারে জীবন!

মাফ করে দিস ভাই Hillol Dey
আমাকে ঋনী করে চলে গেলি।

লেখক :

ডা. ফেরদাউস আহাম্মেদ (তুষার)
৩৯ বিসিএস, মেডিকেল অফিসার, উপজেলা হেলথ কমপ্লেক্স, লালমোহন, ভোলা।

 

আরও পড়ুন :

ডা. হিল্লোল দে’র মর্মান্তিক মৃত্যু


আরও দেখুন: