ঐ ঘটনা আমি এখনো ভুলতে পারি না

ডা. শামসুল আরেফিন
2023-07-12 17:09:35
ঐ ঘটনা আমি এখনো ভুলতে পারি না

মৃত্যু পথযাত্রী রোগীকে ইনজেক্টেবল কোনো ঔষধ প্রয়োগের আগে রোগী পক্ষের কাছ থেকে লিখিত কনসেন্ট নিতে হবে মৃত্যু পথযাত্রী রোগীকে ইনজেক্টেবল কোনো ঔষধ প্রয়োগের আগে রোগী পক্ষের কাছ থেকে লিখিত কনসেন্ট নিতে হবে মৃত্যু পথযাত্রী রোগীকে ইনজেক্টেবল কোনো ঔষধ প্রয়োগের আগে রোগী পক্ষের কাছ থেকে লিখিত কনসেন্ট নিতে হবে মৃত্যু পথযাত্রী রোগীকে ইনজেক্টেবল কোনো ঔষধ প্রয়োগের আগে রোগী পক্ষের কাছ থেকে লিখিত কনসেন্ট নিতে হবে (ইনসেটে লেখক)

২০১৯ সালের ঘটনা। আমার পোস্টিং বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে। দুপুরের দিকে এক রোগী আসলো। প্রচন্ড বুকে ব্যথা। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। প্রেসার মেপে দেখলাম প্রেসার কম। রোগী প্রচন্ড অস্থির।

স্বাস্থ্য কমপ্লেক্সে ইসিজি করার ব্যবস্থা নাই।

হার্ট এটাক (মায়োকার্ডিয়াল ইনফার্কসন) সন্দেহ হলে মুখে খাওয়ার প্রাথমিক চিকিৎসা দিয়ে হবিগঞ্জ রেফার করা হয়। মুখে খাওয়ার এই ঔষধ অনেক সময় লাইফ সেভিং হতে পারে।

প্রচন্ড বুক ব্যথা কমানোর জন্য ইনজেক্টেবল ঔষধ লাগে।
আমি রোগীকে মুখে খাওয়ার ঔষধ খেতে দিলাম।

আমার সাথে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) হামিদ ভাই ডিউটিতে ছিলেন।

হামিদ ভাই বললেন, স্যার ব্যথার ইনজেকশন দিয়ে তারপর হবিগঞ্জ পাঠাই? রোগী তো অস্থিরতা করছে বেশি।

আমি হামিদ ভাইয়ের কথায় কান না দিয়ে রোগীর ছেলেকে বললাম, তাড়াতাড়ি গাড়ি/এমবুল্যান্স ঠিক করো। অবস্থা ভালো না।

হামিদ ভাই তাড়া দিচ্ছিলেন, ব্যথার ইনজেকশন দিবেন কি না।

আমি হামিদ ভাইকে চুপিচুপি বললাম, রোগী মনে হয় এক্সপায়ার করবে।

ইনজেক্টেবল কোনো কিছু দেয়াটা ঠিক হবে না।

উনি অবিশ্বাসের চোখে তাকিয়ে বললেন, তবু স্যার ব্যথার ইনজেকশন দিলে ভালো হতো না?

কথা বলতে বলতে আমাদের চোখের সামনেই রোগী এক্সপায়ার করলো।

ডেডবডি নিয়ে যাওয়ার পর হামিদ ভাইকে বললাম,

❝মৃত্যুপথযাত্রী রোগীকে আজ যদি ব্যথার ইনজেকশন দিতাম এবং ২ মিনিট পর রোগী মারা যেতো, তাইলে হাসপাতালের ইট একটাও অক্ষত থাকতো না।❞
থানায় মামলা হতো।

পত্রিকায় রিপোর্ট হতো-
❝ভুল ইনজেকশন দেয়ার সাথে সাথেই রোগীর মৃত্যু❞

ঐ ঘটনা আমি এখনো ভুলতে পারি না। ঐ এক ঘটনায় আমার ক্যারিয়ার শেষ হয়ে যেতো।

যেভাবে ভুল চিকিৎসার নিউজ হচ্ছে, জুনিয়র ডাক্তারদের প্রতি পরামর্শ থাকবে-

মৃত্যু পথযাত্রী রোগীকে ইনজেক্টেবল কোনো ঔষধ প্রয়োগের আগে রোগী পক্ষের কাছ থেকে লিখিত কনসেন্ট নিতে হবে। আজরাইলের সাথে লড়াই করে জিতে গেলে ধন্যবাদ টুকুও পাবে না। হেরে গেলে জেলে পচবে।


আরও দেখুন: