২৫ বেডের ওয়ার্ডে রোগী ভর্তি ৬৫ জন

ডা. সুবল জয়তী চাকমা
2023-07-08 20:36:28
২৫ বেডের ওয়ার্ডে রোগী ভর্তি ৬৫ জন

সার্জারী ওয়ার্ডে বরাদ্দকৃত বেড সংখ্যা ২৫ কিন্তু রোগী রোগী ভর্তি আছে ৬৫ জন!

ধরুন আপনি একজন রোবট ডাক্তার-

আপনাকে দায়িত্ব দেয়া হলো- ভর্তি ৬৫ জন রোগীকে রাউন্ডে দেখতে হবে।
কম্পিউটারের মাধ্যমে কমান্ড দেয়া হলো প্রতি রোগীর সাথে ৪ মিনিট কথা বলবেন/এক্সামিন করবেন।

তাহলে আপনার সময় লাগবে ৬৫x৪=২৬০ মিনিট বা ৪ ঘন্টা ৩৩ মিনিট।

তাহলে সকাল ৯টায় রাউন্ড দেয়া শুরু করলে আপনার শেষ হবে দেড়টায়।

তবে আমি রোবট নই, তাই আজকে আমার রাউন্ড ৯টায় শুরু করে শেষ হয়েছে দুপুর ২:৩০টায়। কারণ রাউন্ডের ফাঁকে ফাঁকে ভর্তির বাইরের রোগী দেখতে হয়েছে।

এরপর আউটডোর এর রোগী সামলাতে সামলাতে বেজে গেলো ৫:৩০টা (পিক-২)।
এই ফাঁকে কিছু সময়ের জন্য আম আর চা খেয়েছি।

358642432_6996683317013055_5293654231007629034_n

এভাবেই প্রায় অনিয়মকে নিয়ম হিসেবে মেনে নিয়ে রোগীর স্বার্থে খাগড়াছড়ি সদর হাসপাতালে।

359226116_6996683677013019_2369617021116654508_n

বিদ্র: আমার সার্জারী ওয়ার্ডে বরাদ্দকৃত বেড সংখ্যা ২৫ কিন্তু রোগী রোগী ভর্তি আছে ৬৫ জন!


আরও দেখুন: