চীন প্রাইমারী হেলথ কেয়ার উন্নয়নে যে ৪টি পদক্ষেপ নিয়েছে

ডা. রতীন্দ্র নাথ মন্ডল
2023-07-07 18:59:47
চীন প্রাইমারী হেলথ কেয়ার উন্নয়নে যে ৪টি পদক্ষেপ নিয়েছে

চায়না প্রাইমারী হেলথ কেয়ার উন্নয়নের জন্য অনেকগুলো পদক্ষেপ নিয়েছে এবং তারা সফলও হয়েছে (ইনসেটে লেখক)

ইউনিভার্সেল হেলথ কাভারেজ এর অন্যতম পূর্বশর্ত হলো প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিস ইনশিউর করা। চায়না প্রাইমারী হেলথ কেয়ার উন্নয়নের জন্য অনেকগুলো পদক্ষেপ নিয়েছে এবং তারা সফলও হয়েছে।

পদক্ষেপগুলো হলো-

১) প্রাইমারী হেলথ কেয়ার প্রোভাইডার (জিপিদের) যথাযথ প্রশিক্ষণ প্রদান করা।

২) প্রাইমারী হেলথ কেয়ার সেন্টার প্রতিষ্ঠা করা।

৩) প্রাইমারী হেলথ কেয়ার প্রোভাইডার (জিপিরা) যেন রুরাল এলাকায় থেকে সার্ভিস প্রদান করেন সেজন্য তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করা।

৪) ইন্সুরেন্স কাভারেজ শুধু ইনডোরে ভর্তি রোগীর জন্য থাকলেও তা আউটডোর রোগীর জন্যও চালু করা।

আমাদের দেশের প্রাইমারী হেলথা কেয়ার সার্ভিস এর অবস্থ বেস নাজুক। আমি মনে করি একটি দেশের স্বাস্থ্য ব্যবস্থার ভিত্তি হলো প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিস সেন্টার। যে দেশের প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিস যত উন্নত সে দেশের স্বাস্থ্য সেবার সূচকগুলো তত ভালো। আমাদের দেশে প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিস উন্নত করার জন্য চায়নার মত পদক্ষেপ নেয়া অতি জরুরী।

ডা. রতীন্দ্র নাথ মণ্ডল
প্রতিষ্ঠাতা- ডাক্তারখানা (জিপি সেন্টার)।


আরও দেখুন: