ব্লাড প্রেসার মাপা খুব সহজ কাজ নয়

ডা. রতীন্দ্র নাথ মন্ডল
2023-06-25 13:03:51
ব্লাড প্রেসার মাপা খুব সহজ কাজ নয়

ভালভাবে প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি ছাড়া সঠিকভাবে প্রেসার মাপা সম্ভব না (ইনসেটে লেখক)

আমার চাচাত দুলা ভাই গত বছর ব্রেন স্ট্রোক করেছিল। উনার ব্রেনে রক্তক্ষরন হয়েছিল। কারণ উনি প্রেসারের ঔষধ নিয়মিত খেতেন না।

যা হোক, উনার একপাশ প্যারালাইসিস হয়ে আছে এখনো। কিছুদিন আগে আমাকে আমার দিদি ফোন দেয়, আমার দুলাভাই এর মাথা ঘুরছিল, বমি বমি লাগছিল। আমাকে বলে প্রেসার অনেক বেশি ১৪০/১১০।

আমি বললাম, প্রেসার মাপা ভুল হয়েছে, কারণ ১৪০/১১০ হবার চান্স কম। জিজ্ঞাসা করলাম,  কে মেপেছে?

বলল, গ্রাম্য ডাক্তার।

আমি বললাম, উনাকে নিয়ে রংপুরে আসো।

রংপুরে আসার পর আমি দেখালাম উনার প্রেসার ৯০/৬০। কিছুই খেতে পারছেন না, বমি করছেন কয়েকদিন থেকে। আমি খুব দ্রুত রক্তের ইলেকট্রোলাইট করতে দিলাম, সেখানে সোডিয়াম (বা লবন) কম আসল। আমি দ্রুত স্যালাইন চালু করলাম। ২ দিন স্যালাইন দেবার পর উনি সুস্থ হলেন।

এখন যদি আমার বোন আমাকে ফোন না দিয়ে গ্রাম্য ডাক্তারের কথা মত প্রেসারের ঔষধের ডোজ বাড়িয়ে দিত, তাহলে কি হত ভাবুন?

এরপর আমি আমার দিদিকে একটা প্রেসারের মেশিন কিনে দিয়ে ভালভাবে প্রেসার মাপা শেখালাম।

কখন মাপতে হবে, কিভাবে মাপতে হবে, কখন কখন প্রেসার মাপা যাবে না, প্রেসার মাপতে গিয়ে কি কি ভুল হতে পারে ইত্যাদি।

আমি সবাইকে অনুরোধ করি- প্রেসার মাপা আসলে খুব সহজ কাজ না। ভালভাবে প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি ছাড়া সঠিকভাবে প্রেসার মাপা সম্ভব না। প্রেসারের নরমাল কিছু ভ্যারিয়েশন হয়, সেগুলো একজন এমবিবিএস চিকিৎসক ছাড়া কেউ জানেন না।

তাই দুর্ঘটনা এড়াতে বাসার কাছে সরকারী হাসপাতাল বা এমবিবিএস চিকিৎসকের কাছে প্রেসার মাপুন।

শেষ কথা- একবার প্রেসার মেপে প্রেসারের ঔষধ শুরু করা বা ঔষধের ডোজ বাড়ানো থেকে অবশ্যই বিরত থাকুন।

লেখক :

ডা. রতীন্দ্র নাথ মন্ডল
সহযোগী অধ্যাপক, মেডিসিন বিভাগ
প্রাইম মেডিকেল কলেজ, রংপুর।


আরও দেখুন: