রংপুরের হাসপাতাল-ক্লিনিকে দালালদের দাপট
ডা. মোহাম্মদ মাহফুজুর রহমান বাঁধন :
দালালের বাচ্চারা রংপুর শহরটাকে গিলেই ফেলেছে। আব্বাকে Dr. Ratin Mondal স্যারের কাছে দেখাই।
আজ আমি সাথে যেতে পারিনি। স্যারের চেম্বারের সামনে একটা লোক আব্বাকে বলেছে আজ নাকি স্যার বসবেন না। তারপর সে নিজেই স্যারের নম্বরে (!) ফোন দিয়েছে। স্যার নাকি অমুক (*) ডাক্তারের কাছে রেফার করেছেন।
আমি ধান্দাবাজি কিছুটা আঁচ করতে পেরে স্যারকে নক দেই। স্যার বললেন, চেম্বার খোলা আছে। আর তিনি কোথাও রেফারও করেননি।
আজ আমি ডাক্তার জন্য না হয় প্রতারণা থেকে বেঁচে গেলাম। কিন্তু সাধারণ মানুষের কি অবস্থা তাহলে? এই দালালের বাচ্চারা সরকারি হাসপাতাল, বড় বড় স্যারদের চেম্বারের সামনে ঘাপটি মেরে বসে থাকে। রোগী ভাগিয়ে নিয়ে হাজার হাজার টাকার টেস্ট করায়। কমিশন খেয়ে বড় বড় দালান বানায়। আর এদিকে রোগী বেচারাদের সর্ব শান্ত করে ছেড়ে দেয়।
কর্তৃপক্ষ কি এদিকে একটু দৃষ্টি দেবে?